শিরোনাম :
বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্রুত নির্বাচনের দাবিতে সিলেট ব্যবসায়ী ফোরামের মানববন্ধন নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫

জকিগঞ্জের ১০ দিনেও নিখোঁজ মাদ্রাসা ছাত্র, পরিবারে চলছে আহাজারি

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ জুন, ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জের মাদ্রাসা ছাত্র নয়ন আহমদ (১৪) নিখোঁজ হবার ১০ দিনেও উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। আদরের সন্তানের খোঁজ পেতে পরিবারে চলছে কান্না আর আহাজারি। মা-বাবার কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

 

নিখোঁজ নয়ন থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ও সদর ইউপির মুমিনপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।

 

নিখোঁজ নয়নের বাবা আব্দুল আহাদ জানিয়েছেন, গত ২১ মে সোমবার নয়ন আহমদ মানিকপুর গ্রামের নানা বাড়িতে বেড়াতে যায়। দুদিন পর ২৩ তারিখ নানাবাড়ি থেকে বাড়ি আসার কথা বলে বেরিয়ে আসলেও সে আর বাড়িতে ফিরেনি। ২৩ মে গ্রামের লোকজন নয়নকে গ্রাম পুলিশ মানিক আহমদের ঘরে এবং বাড়ির পাশে একটি টং দোকানের সামনেও দেখেছেন। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।

 

নয়নের বাবা আরও জানিয়েছেন, নানাবাড়িতে থাকার সময় গ্রাম পুলিশ মানিক আহমদ (৫৫) মোবাইল কলে নয়নের খোঁজখবর রাখে। দুষ্টপ্রকৃতির লোক মানিক আহমদ বেশি সময়ই নয়নের সঙ্গে যোগাযোগ রাখতো। প্রায় সময় মানিক তার বাড়িতে নিয়ে যেত নয়নকে। পরিবার থেকে নয়নকে মানিক আহমদের সঙ্গে চলাচলে বাধা নিষেধ করা হয়েছে।

এরপরও মানিক আহমদ নয়নকে তার বাড়িতে নিয়ে অপকর্ম করতো। নয়ন নিখোঁজের ঘটনায় ২৬ মে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু ১০ দিনেও মাদ্রাসা ছাত্র নয়নকে উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এতদিন ধরে নিখোঁজ থাকায় নয়নের বেঁচে থাকা নিয়ে আশঙ্কা করছেন পরিবারসহ এলাকার লোকজন। এ ঘটনায় গ্রাম পুলিশ মানিক আহমদকে অভিযুক্ত করে থানায় নতুন করে একটি মামলা দিয়েছেন বলে জানিয়েছেন নয়নের বাবা। তবে মামলা এখনো নথিভুক্ত করা হয়নি বলে জানা গেছে।

 

মামলায় উল্লেখ করা হয়েছে, ২৩ মে রাত সাড়ে ৮টার দিকে মানিক আহমদ তার বসতঘরে নয়নের সঙ্গে অপকর্ম করেন। ঘটনাটি মানিক আহমদের স্ত্রী রোকিয়া বেগম দেখে ফেলায় এবং বাধা দেয়ায় মানিক আহমদ তার স্ত্রীকে মারপিট করেন। ঘটনাটি তখন গ্রামের আব্দুল জব্বার নামের একজনকে রোকিয়া বেগম জানিয়ে রাখেন। ঘটনাটি জানাজানি হয়ে যাবার ভয়ে মানিক আহমদ নয়নকে হত্যা করে লাশ গুম করে ফেলেছেন বলে তাদের ধারণা হচ্ছে। নিখোঁজ নয়নকে অক্ষতভাবে দ্রুত উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও তার সহপাঠীরা।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, নয়নের পরিবারের লোকজনের সাথে এবং মাদ্রাসা শিক্ষকদের সাথে কথা বলেছি। নয়ন উদ্ধারে কয়েকটি বিষয়কে সামনে রেখে পুলিশ কাজ করছে। নয়ন নানা বাড়ি থেকে মুমিনপুর ফিরেছিল বলে স্থানীয়রা জানান। গ্রাম পুলিশ মানিক আহমদের ঘরে ২৩ মে সন্ধ্যায় তাকে টিভি দেখতে যায়।

নয়নকে উদ্ধারের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মোশারফ হোসেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain