শিরোনাম :
সিলেটের কয়েকটি এলাকায় সোমবার গ্যাস থাকবে না সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবে বিএনপি: মির্জা ফখরুল খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল কাল সিলেট আসছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন: ব্যবসায়ীদের দোয়া মাহফিল-খন্দকার মুক্তাদির আমরা হাদী হত্যার বিচারে প্রতিশ্রুতিবদ্ধ: সিলেটে রিজওয়ানা হাসান তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ২য় বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে ইমজা সিলেটে কুয়াশা আরও বাড়বে : সড়ক , বিমান ও নৌ পরিবহনে সতর্কতা

বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের আ. লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে উপজেলা ও পৌর নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে বিদ্রোহী ৪ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদে উপ-নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. সফিক উদ্দিন এবং বিয়ানীবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়।

গত (০১ জুন) সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা না মেনে নৌকা প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদেরকে বহিষ্কার করা হলো।

গোলাপগঞ্জে বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থী মো. সফিক উদ্দিন ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত উপজেলার ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে, পৃথক এক প্রেসবিজ্ঞপ্তিতে সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় বিদ্রোহী ৩ মেয়র প্রার্থীকেও বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।

বহিষ্কৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক বিদ্রোহী মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুছ টিটু, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুল হক, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহবাব হোসেন সাজু। বিদ্রোহী এই ৩ প্রার্থীর বিষয়ে চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত এবং সাধারণ সদস্য পদ বাতিলের বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশসহ পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপ ধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে তাদেরকে সরাসরি বহিষ্কার করে বিদ্রোহী প্রার্থীর বিষয়ে চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত এবং সাধারণ সদস্য পদ বাতিলের বিষয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশসহ পাঠানো হলো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain