অনুসন্ধান নিউজ:: বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) ও মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুন এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মীসূচির উদ্বোধন করা হয়েছে। গত ১২ জুন রোববার সকালে মম কলেজ ক্যাম্পাসে একটি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মীসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ৭ বিএনসিসি ব্যাটালিয়ান কমান্ডার ক্যাপ্টেন ড. তোফায়েল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ সিলেটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন, কলেজের সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলাম, এমসি কলেজ প্লাটুনের কমান্ডার ২ লে. মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শামীম আহমদ, সিলেট জেলা আহবায়ক মোঃ সারওয়ার আলম মিতুন, যুগ্ম আহবায়ক এনায়েত হোসাইন, আমজাদ হোসেন চৌধুরী ও মোঃ এহিয়া, যুগ্ম সদস্য সচিব কামরুল ইসলাম, সদস্য এমাদ আহমদ, মিলাদ হোসেন, মোঃ মুবিন, এক্স সিইউও এনাম আহমদ, এক্স সিইউও আতিকুল ইসলাম, ক্যাডেট সার্জন শুভ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি