অনুসন্ধান নিউজ:: হযরত শাহজালাল (রহঃ) ৭০৩ তম উরুস উপলক্ষে এক দাওয়াতি কাফেলার পক্ষ থেকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে তাকির মহল গ্রামের চুনু মিয়ার বাড়িতে গতকাল ১৩ জুন সোমবার মতবিনিময় অনুষ্ঠিত হয়।
৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, চিরাচরিত প্রথানুযায়ী আগমী ১৯ ও ২০ জুন মোতাবেক ৫ ও ৬ আষাঢ়, রোজ- রোববার ও সোমবার হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহঃ) এর উরুস মোবারক উদযাপিত হবে। ১৯ জুন দিবরাগত রাত ৩টায় ১৫ মিনিটে উরুস মোবারকের শেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
উরুস মোবারক সফল করতে ভক্ত ও আশেকানদের জিকিরের সাথে দলে দলে যোগদান করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দীন, দরগাহ মহল্লার বাসিন্দা মোহাম্মদ আব্দুস সত্তার পাকি মিয়া, জিন্দাবাজারের ব্যাবসায়ি আফজাল হোসেন অন্তো, আজিজুর রহমান খোকন সহ ভক্তবৃন্দ।
পরে ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের দাওয়াতী কাফেলার অংশ হিসেবে জালালপুরস্থ হযরত শাহ কামাল (রহ.) আশার মোকামে এবং ঢাকাদক্ষিণ কৈলাশটিলার হযরত শানুর শাহ রহ. আসনে গিলাফ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি