শিরোনাম :
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামবো না-ডাঃ শফিকুর রহমান স্কলার্সহোম মেজরটিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত এসএমপি: কমিশনার বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের

গোলাপগঞ্জে নৌকার প্রার্থী এগিয়ে

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আজ বুধবার (১৫ জুন) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এ পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার মোট ১০২টি কেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী- নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর শাফি চৌধুরী এলিম পেয়েছেন ৪৮ হাজার ২১৯ ভোট। আর তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী প্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ১১৭ ভোট।

এসব কেন্দ্রের মধ্যে উপজেলার ২নং রনকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ৭৯৫ ও ঘোড়া ৮৭ টি ভোট, এমসি একাডেমী কেন্দ্রে নৌকা ৪৩৬ ও ঘোড়া-১৬৮, চৌঘরী গোয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৯১ ও ঘোড়া ১৩১, ১নং রনকেলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৪ ও ঘোড়া-৩৩, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২১৯ ও ঘোড়া ১৮৯, বারকোট মাদাসা কেন্দ্রে নৌকা ২০৪ ও ঘোড়া ২৮১, খর্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪১৩ ও ঘোড়া ৪৯, রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নৌকা ২০৫ ও ঘোড়া ১২০, সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৪৬ ও ঘোড়া ৭২, খলাগ্রাম শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৭৩ ও ঘোড়া ৯১, করগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৯৯ ও ঘোড়া ৯৮, আমনিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩১০ ও ঘোড়া ৫৯, ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১১৫১ ও ঘোড়া ৭১, গোলাপগঞ্জ ঘোষগাঁও মাদাসা ইসলামিয়া কেন্দ্রে নৌকা ১৫৫ ও ঘোড়া ৮১, হাজি জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৫৮ ও ঘোড়া ২১৪, ফাজিলপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৬৪০ ও ঘোড়া ১৫৩, কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ১৩৭ ও ঘোড়া ১১৭২, দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫১৯ ও ঘোড়া ৪০, ১নং ফুলশাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৯৯ ও ঘোড়া ৫০, মুকিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪৪১ ও ঘোড়া ১৩৬, ঢাকাদক্ষিণ সরকারি প্রাথকি বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫৬৩ ও ঘোড়া ৩৬৭, বহরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮৭৮ ও ঘোড়া ২১১, দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২১৩ ও ঘোড়া ২৮০, রানাপিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৫১ ও ঘোড়া ৬৮, শাহ আব্দুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ২৭৫ ও ঘোড়া ১৬৭, ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৫৪ ও ঘোড়া ১৭৭, নাছির উদ্দীন উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নৌকা ১৬৫ ও ঘোড়া ৭৩, কদমরছুল সরকারি প্রাথকি বিদ্যালয় বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৪৭ ও ঘোড়া ১১৫, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নৌকা ২০৫ ও ঘোড়া ১২০, আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পুরুষ কেন্দ্রে নৌকা ৭৭৩ ও ঘোড়া ২৩৩ এবং আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মহিলা কেন্দ্রে নৌকা ২৬৮ ও ঘোড়া ৩২টি ভোট।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain