শিরোনাম :
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামবো না-ডাঃ শফিকুর রহমান স্কলার্সহোম মেজরটিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত এসএমপি: কমিশনার বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের

সিলেট জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ও আশ্রয়হীন মানুষের পাশে বিএনসিসি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৫৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সি সি)’র রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম বিজিডিএম পিএসসি আর্টিলারি এবং রেজিমেন্ট এডজুডেন্ট মেজর মোহাম্মদ সোলায়মান তালুকদার এর নেতৃত্বে এবং ব্যাটালিয়ান কমান্ডার ক্যাপ্টেন ডা. তোফায়েল আহমেদ ও লে. মোঃ মনিরুল ইসলামের তত্ত্বাবধানে সুনামগঞ্জের পর সিলেটে জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ও আশ্রয়হীন মানুষের পাশে বি এন সি সি ত্রাণ ও সহয়তা নিয়ে দাঁড়িয়েছে।শুক্রবার (১ লা জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা তেতলি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য ও ত্রাণ বিতরণ করা হয়। পরবর্তীতে মদন মোহন কলেজে ক্ষতি গ্রস্হ বি এন সি সি ক্যাডেটদের সাহায্য ত্রাণ বিতরণ করা হয়।

এসময় রেজিমেন্ট কমান্ডার বলেন, আমরা ক্ষতিগ্রস্থদের তালিকা করছি। তালিকা করে ঘর-বাড়ি মেরামতের জন্য সাধ্যমত আর্থিক সাহায্য প্রদান করব।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্নেল আতাউল রহমান পীর, লে. কর্নেল সাইফুল কবির, ডা. ক্যাপ্টেন আশ্রাফুল কবির, লে. জেবা আমাতুল হান্না, ২/লে. হেলান উদ্দিন, পিইউও ইফতেখার আলম, পিইউও জুলফজলে, পিইউও আব্দুল বাকের, পিইউও অসিম কুমার, টিইউও মতিন, টিইউও মজির উদ্দিন, টিইউও সওকত, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার বিভাষ, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার সারোয়া, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার শামীম, বর্তমান ক্যাডেট আন্ডার অফিসার জাকির, ক্যাডেট আন্ডার অফিসার নাজমা সহ বি এন সি সি ষ্টাফ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ক্যাডেটবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain