অনুসন্ধান নিউজ :: গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটন ইউকে উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত (১ ও ২ লা জুলাই) দিনব্যাপী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা ও ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাজী সিকন্দর আলী তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী এম এ রউফ, মোঃ মখদুস আলী তালুকদার, মো: বোরহান উদ্দীন, মাওলানা নুরুল মুত্তাকিন শরিফ আহমদ, সাজু আহমদ প্রমুখ।
ত্রাণ বিতরণ কালে প্রবাসী এম এর রউফ বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় বড় বিপদে সিলেট ও সুনামগঞ্জের লাখ লাখ মানুষ। বন্যার্ত এসব মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কটে পড়েছে। অনেকে অনাহারে-অর্ধাহারে আছে। বন্যায় ক্ষতিগ্রস্থ ও বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর এখন প্রয়োজন । তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাবার-দাবার, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসাসেবায় দেশ ও বিদেশী সবাইকে এগিয়ে আসা আহবান । তিনি আরোও বলেন আসুন আমরা সবাই গ্রটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটন ইউকে মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেই।