অনুসন্ধান নিউজ :: সিলেট এবং সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে মানবিক উপহার নিয়ে মানবতার সেবায় ইস্পাহানি গ্রুপ এর সিলেটের একটি টিম বানভাসি মানুষের মাঝে গত ২১ জুন মঙ্গলবার (প্রথম দিন) শেখঘাট,কুয়ারপাড়, নবাবরোড, বেতবাজার এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কার্যক্রম শুরু করে তারই ধারাবাহিকতায়
রবিবার ২৬ জুন (দ্বিতীয় দিন) সুনামগঞ্জ (বিশম্ভরপুর)-এর বাহাদুরপুর, দুর্গাপুর, নওগাঁও, ফতেপুর, সাতগাঁও এবং বেইলী ,সোমবার ২৭ জুন (তৃতীয় দিন) সুনামগঞ্জ (দিরাই)-শাল্লার হাবিব পুর ইউনিয়নের ফয়েজ উল্লাহপুর গ্রাম,বুধবার ২৯ জুন (চতুর্থ দিন) সিলেট-জকিগঞ্জের মুমিনপুর এবং উত্তর ভাখরশাল গ্রাম, বৃহস্পতিবার ৩০ জুন(পঞ্চম দিন) সিলেট(ফেঞ্চুগঞ্জ) ৪ নং উত্তরকুশিয়ারা ইউনিয়নের কটালপুর এবং পাঠানচক গ্রাম, শুক্রবার ১ জুলাই (ষষ্ট দিন) সুনামগঞ্জ- হালুয়ারঘাট এবং মঙ্গলকাটা বাজার , রবিবার ৩ জুলাই (সপ্তম দিন) সিলেট (ফেঞ্চুগঞ্জ)- চাঁন্দপুর,ধনারামপুর এবং ডাইকের বাজার , সোমবার ৪ জুলাই (অষ্টম দিন) সিলেট (কোম্পানিগঞ্জ)- থানাবাজার আশেপাশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের মাঝে মানবিক উপহারসরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আঁট দিনের কার্যক্রমে বিভিন্ন সময়ে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিতে মানবিক উপহার বিতরণ শুরু করা হয়।এতে এসময় উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় ব্যবস্থাপক জনাব মোঃ আনিছুজ্জামান পাটোয়ারী, উৎফল বড়ুয়া, প্রীতম দাস, মোঃ হামিম, মোঃ নোমান খসরু, মোঃ তারেক, জাকির হোসেন এবং বিশম্ভরপুরের বিশিষ্ট ব্যবসায়ী রিমন তালুকদার প্রমুখ।
শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, জনাব চৌধুরী আবদুল্লাহ আল হোসাইনী(সহযোগী অধ্যাপক-শাবিপ্রবি),উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ পুলিশ দিরাই সার্কেল এর একটি নিরাপত্তা টিম।
জকিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুক্তার আহমদ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ফেঞ্চুগঞ্জের ৪ নং উত্তরকুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আহমদ জিলু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব সমাজ।
কোম্পানিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ ফয়সল আহমেদ, জনাব বিদ্যা মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সর্বপুরি ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আনিছুজ্জামান পাটোয়ারী বলেন,ইস্পাহানি গ্রুপ মানবিক কার্যক্রমে নীরবে কাজ করে যায়, যা সব সময় প্রকাশ করা সম্ভবপর হয় না।ইস্পাহানি গ্রুপ সিলেটের যেকোন দূর্যোগে আর্ত-মানবতার সেবায় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে ও থাকবে। তিনি আরো বলেন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যাক্তিদের যেকোন দূর্যোগ পরিস্তিতিতে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। এই কার্যক্রমে সহযোগিতা করার জন্য ইস্পাহানি গ্রুপ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।