অনুসন্ধান নিউজ :: বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত স্থানীয় জনগণকে সহায়তার ধারাবাহিকতায় আজ ০৬ জুলাই সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ নিম্নবর্ণিত বিওপি সমূহে বিজিবি কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৬১ টি পরিবারকে (৬৪৪ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ডিবিরহাওড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১নং নিজপাট ইউনিয়নের ডিবিরহাওড় নামক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ টি পরিবারকে (৪০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২ নং নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ ৬১ টি পরিবারকে (২৪৪ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।