অনুসন্ধান নিউজ:: কোভিড-১৯ আক্রান্ত যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট এর রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় যুবনেতা লোকমান মির্জা ও জিল্লুর রহমান এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুলাই রোজ শুক্রবার বাদ মাগরিব নামাজের পর কুমারগাঁও যুবলীগ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,যুব নেতৃবৃন্দ মুহিবুর রহমান মুহিব মেম্বার ,রফিক তালুকদার, জাফর সরদার, মিজানুর রহমান, মিজান শায়েস্তা তালুকদার, হেলিম মিয়া ,আব্দুর রশিদ, সুমন আহমদ ,সাজ্জাদ মিয়া ,মোঃ পাতি নুর ,করিম জলাল, তিসার, শাহিন, শামিম, রিসান, নয়ন, তালহা, রিদয় দাশ সহ নেতৃবৃন্দ। কোভিড-১৯ এ আক্রান্ত যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট এর রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন মওলানা শামসুর হারুনুর রশীদ ও মাওলানা হাবিবুর রহমান হাবিব।