 
																
								
                                    
									
                                 
							
							 
                    অনুসন্ধান নিউজ:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে অফিসার্স চয়েজ ভারতীয় মদ সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।মাদক ব্যবসায়ী হোসেন আলী উরপে হুসন (৪০)। সে কোম্পানীগঞ্জ উপজেলার বতুমারা এলাকার মৃত ফজর আলী উরপে হজর আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বতুমারা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মাদব ব্যবসায়ী হুসন কে ১০১ বোতল অফিসার্স চয়েজ ভারতীয় মদ সহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।