শিরোনাম :
ছাত্রদল নেতা ফাহিম আহমদ এর ওপর হামলায় কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএনপির নেতা সৈয়দ জুয়েল কারামুক্ত সিলেট কারা ফটকে সংবর্ধনা সিলেটে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন সিলেট গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে উত্তেজনা কমলগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৫ তরুণদের দক্ষতা প্রমাণে প্ল্যাটফর্ম দিচ্ছে টুর্নামেন্ট: এড. এমরান আহমেদ চৌধুরী সিলেটে হকার, যানজট ও মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-আব্দুল কাইয়ুম জালালী পংকি সিলেট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান-হকিস্টিক, ব্ল্যাংক চেক উদ্ধার বেকারত্ব দূরীকরণ ও দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসার কোন বিকল্প নেই-আব্দুর রহমান রিপন সিলেটে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ম্যাজিস্ট্রেট আসার খবরে অপ্রাপ্তবয়স্ক কনেকে নিয়ে পালালেন বর

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: যশোরের চৌগাছায় বাল্য বিয়ে বন্ধের জন্য বারবার সতর্ক করার পরও বাল্য বিয়ে বন্ধ না হওয়ায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দুই গ্রামে দুটি বাল্য বিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়ে একটি বিয়ে বন্ধ করে প্রশাসন। অন্যটিতে অভিযানের বিষয়টি টের পেয়ে কনেকে নিয়ে বিয়ে বাড়ি ছাড়েন বর।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটিতে কনের বাবাকে, অন্যটিতে কনের দাদাকে ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, গতকাল রাতে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা উত্তর পাড়া গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের অনুষ্ঠান ছিল। মেয়েটি বিয়েতে রাজি না থাকলেও পরিবারের সদস্যরা জোর করে তাকে বিয়ে দিচ্ছিল। বর পাশ্ববর্তী কালীগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা। বিষয়টি জানতে পেরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা দ্রুত বিয়েটি বন্ধ করতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসকে নির্দেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে রাত ১০টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের দাদা আব্দুস সালামকে (৬৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়।

এই বিয়েটি বন্ধ করে গুঞ্জন বিশ্বাস যান উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামে। সেখানে রাত সাড়ে ১১টায় গিয়ে দেখা যায়, দশম শ্রেণির অপর এক শিক্ষার্থীর বাল্য বিয়ের আয়োজন করেছেন অভিভাবকরা। তবে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই কনেকে নিয়ে দ্রুত বিয়ে বাড়ি ত্যাগ করেন বর ও বরযাত্রীরা।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবা মো. মহিউদ্দিনকে (৪৬) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০০ টাকা জরিমানা করা হয় যা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, সংবাদ পেয়ে ইউএনও স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এতে একটি বিয়ে বন্ধ করা গেলেও অন্যটিতে কনেকে নিয়ে বর ও বরযাত্রীরা বিয়ে বাড়ি ত্যাগ করেন।

চৌগাছার ইউএনও ইরুফা সুলতানা বলেন, বাল্য বিয়ের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেও উপজেলার বাদেখানপুর গ্রামে একটি বাল্য বিয়ের আয়োজন করা হলে অভিভাবকদের বুঝিয়ে সেটি বন্ধ করেন গুঞ্জন বিশ্বাস। তবে তিনি ফিরে আসার এক ঘণ্টার মধ্যেই সেই বিয়েটি সম্পন্ন করেন অভিভাবকরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain