শিরোনাম :
সিলেট কারাগার থেকে ওসমানী মেডিক্যালে সাবেক মন্ত্রী মান্নান নিসচা সিলেট মহানগরের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক সংগঠন সেতু’র উদ্যোগে বিনামূল্যে রক্তেরগ্রুপ নির্ণয় কার্যক্রম সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল সমাবেশ সিলেট-সুনামগঞ্জ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দূর্গাপূজা উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’র বস্ত্র উপহার ৩০ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় মিফতাহ সিদ্দিকী গোয়াইনঘাটে দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা তৎপর আইনশৃঙ্খলা বাহিনী দূর্গাপুজা উপলক্ষে নগরীর ৯নং ওয়ার্ড বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী সিলেট মদিনা মার্কেটে ঐতিহাসিক সিরাত মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সরকার সারের দাম বাড়িয়ে কৃষকদের সাথে তামাশা করছে : কাইয়ুম চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শতাব্দীর ভয়াবহ বন্যায় আওয়ামিলীগ দেশবাসীর পাশে ছিলনা। বরং তাদের দলের প্রধানমন্ত্রী সিলেটে আসার পর বন্যার ভয়াবহতা নেই বলে সিলেটবাসীর সাথে তামাশা করেছে। বন্যায় কৃষকদের ফসল ভেসে গেছে। পানি নামার পর কৃষকরা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক তখনই সরকার পরিকল্পিত ভাবে সারের দাম প্রতি কেজিতে ৭ টাকা করে বাড়িয়েছে। তারা কৃষকদের সাথে তামাশা করছে, আওয়ামীলীগ এদেশের মানুষকে বাঁচতে দেবেনা। তাই বেঁচে থাকতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করতে হবে।

মঙ্গলবার বেলা ২ টার দিকে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই বন্যাই শেষ বন্যা নয়। দেশে এখন প্রতিনওয়তই বন্যার হুমকি রয়েছে। বন্যা থেকে স্থায়ীভাবে বাঁচতে হলে নদীগুলিকে ক্যাপিটাল ড্রেজিং করতে হবে। সিলেট অঞ্চলের বন্যার মুল কারন কিশোরগঞ্জের ইটনা-মিটামইন এলাকায় অপরিকল্পিত ভাবে নির্মিত ৭৭ কিলোমিটার সড়ক অপসারণ করতে হবে। অন্যাতায় এই অঞ্চলের মানুষ প্রতিনিয়তই পানিতে হাবুডুবু খাবে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, মামলা হামলা আর হত্যাযজ্ঞ চালিয়ে বিএনপি বা এদেশের নিপিড়ীত মানুষদের থামিয়ে রাখা যাবেনা। আমরা বীরের জাতি। ২০০ বছর পরও এই উপমহাদেশের মানুষ বৃটিশকে বিতাড়িত করেছিল, একখন্ড মাটি আর একটি পতাকার জন্য এদেশের ত্রিশ লক্ষ মানুষ বুকের তারা রক্ত বিলিয়ে দিয়েছিল। ইনশাআল্লাহ এবার আর কোন পরাশক্তিই আওয়ামীলীগকে রক্ষা করতে পারবেনা।

এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহির, সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ, নুমান উদ্দিন মুরাদ, নজরুল ইসলাম, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট সাঈদ আহমদ, সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, মাহবুবুর রহমান ফয়সল, আহাদ চৌধুরী শামীম, মাহবুব আলম, আবুল কাশেম প্রমুখ।

এদিকে, মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের খালপাড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনূর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ডাঃ নাজমুল ইসলাম, মাহবুবুল হক চৌধুরী, তাজরুল ইসলাম তাজরুল, মকসুদ আহমদ, আব্দুল লতিফ খাঁন, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, আখতার হোসেন রাজু, মনিরুল ইসলাম তুরন, শাহ মাহমদ আলী, সুহেল ইবনে রাজা, মইনুল ইসালাম মঞ্জু, আশরাফুল আলম বাহার, বখতিয়ার আহমদ ইমরান, শামছুর রহমান শামীম, হাজী পাবেল, রায়হানুল হক, আবুল কাশেম, নুরুল আমীন, জয়নাল আবেদিন, নাছিম আহমদ, কামাল হোসেন ভুট্টো, আখতার হোসেন, রাসেলল আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain