শিরোনাম :
৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০ ভূমিকম্পে কাঁপল দিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় বাসিন্দারা আর্জেন্টিনাকে পেছনে ফেলে শিরোপা জিতল ব্রাজিল আন্দোলনে আহত ৪০ জনকে সিঙ্গাপুর ও ব্যাংককে পাঠানো হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা রমজানে খাদ্যশস্য বিতরণ সুশৃঙ্খল করতে ডিসিদের নির্দেশ নানা আয়োজনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বেলাল আহমদের মৃত্যতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক ক্তরাজ্য প্রবাসী ছাত্রদল নেতা সুয়েব ফিরোজ মুন্নাকে সংবর্ধনা প্রদান হবিগঞ্জে দুই সন্তানকে ‘হত্যার’ পর বাবার আত্মহত্যা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে সিলেট মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট সোমবার বাদ আসর দরগাহ হযরত শাহজালাল (রাহঃ) মাজার প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন অপরিসীম ধৈর্য, সহিষ্ণুতা ও বিচক্ষণতার প্রতীক বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ তিনি। সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থেকেও বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার সবচেয়ে বড় উৎস ছিলেন বেগম মুজিব। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জাতির পিতার পাশে থেকে দেশ ও জাতির মঙ্গলাকাঙ্ক্ষায় নিজেকে উৎসর্গ করে গেছেন। তার কর্মের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করে গেছেন একটি সংগ্রামমুখর জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সারাজীবন বাংলাদেশের মানুষের অন্তরে বেচে থাকবেন।

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, বাঙালি জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে ধাপে বঙ্গমাতার অবদান রয়েছে। আর সেটা বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে নয়, একজন দক্ষ নারী সংগঠক হিসেবে। যিনি ধূপের মতো নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তিসংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয়সম আসনে অধিষ্ঠিত হতে সহায়তা করেছেন।

খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু এবং সবশেষে বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে যে নারীর অবদান অনস্বীকার্য, তিনি আর কেউ নন; তিনি আমাদের নারী জাতির অহংকার শেখ ফজিলাতুন নেছা মুজিব। যিনি সোনার বাংলা বিনির্মাণে আড়ালে অন্তরালে থেকে রেখেছেন অসামান্য অবদান।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে মানুষের মাঝে মৌসুমি ফল ও শিরনী বিতরন করেন, এসময় উপস্থিত ছিলেন আবদুর রব সায়েম, জুবের আহমদ, সুলতান মাহমুদ সাজু, মাসুদ মিয়া পির, আজাদুর রহমান চঞ্চল, ইলিয়াস দিনার, আলী হোসেন, নুরুজ্জামান, আফজল হোসেন, আজাদ উদ্দিন, রুপম আহমদ, জাকির আহমদ, মুসাদ্দেক নবী, এমদাদ হোসেন ইমু, বুলবুল চৌধুরী, সেবুল আহমদ সাগর,ইসলাহ উদ্দিন বাবলু, কামরানুল হক শিপু, রাফিউল করিম মাসুম, শরিফ আহমদ, শওকত হাসান মানিক, আমিনুল ইসলাম আমিন, মাসুক আহমদ, আব্দুল কাদির ইমন, সুমন ইসলাম খান, সুহেল তালুকদার, নাহিদ রহমান সাব্বির, সাদিকুর রহমান সোহাগ, স্বপন রাজু প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain