গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহিয়সী নারী বঙ্গমাতার শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সন্ধায় জাফলং এর বল্লাঘাট পিকনিক সেন্টারের ডাকবাংলোতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম। এসময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ইমরান হোসেন সুমন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মিনহাজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, ডাক্তার নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সুলেমান সিকদার,সুলতান মাহমুদ, ইব্রাহিম খাঁন, আব্দুল মালিক, মোস্তাফিজুর রহমান লিলু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসাইন, আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম আজাদ,মোবারক হোসেন, শেখ ফরিদ, রুবেল আহমেদ, এরশাদ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমেদ, ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম দিপু, ওয়ার্ড যুবলীগের সভাপতি আয়নাল হক,সাধারণ সম্পাদক দিলিপ শর্মা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সামসুল আলম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রামে নির্ভীক সহযাত্রী ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। বাংলাদেশ স্বাধীনতা অর্জনে বঙ্গমাতা ভূমিকা ছিল অতুলনীয়।