শিরোনাম :
সিলেট কারাগার থেকে ওসমানী মেডিক্যালে সাবেক মন্ত্রী মান্নান নিসচা সিলেট মহানগরের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক সংগঠন সেতু’র উদ্যোগে বিনামূল্যে রক্তেরগ্রুপ নির্ণয় কার্যক্রম সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদলের মিছিল সমাবেশ সিলেট-সুনামগঞ্জ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দূর্গাপূজা উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’র বস্ত্র উপহার ৩০ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় মিফতাহ সিদ্দিকী গোয়াইনঘাটে দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা তৎপর আইনশৃঙ্খলা বাহিনী দূর্গাপুজা উপলক্ষে নগরীর ৯নং ওয়ার্ড বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী সিলেট মদিনা মার্কেটে ঐতিহাসিক সিরাত মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক: জেলা প্রশাসক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী জনগণের সেবক এই কথা মাথায় রেখে মানুষকে সেবা দিতে হবে। সরকারি অফিস যেন জনগণ নিজের অফিস মনে করতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে। আমাদের এখন কোথায় যেতে হবে সেই টার্গেট রয়েছে, সেটি ফিলাপ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার দুপুর দুইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওসমানীনগর উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা জনপ্রতিনিধিদের সাথে উপজেলার উন্নয়ন কর্মকান্ডের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে মতবিনিময় সভায়, বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া. দয়ামীর ইউপি চেয়ারম্যান এইচটি এম ফখর উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান বদরুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহারুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী এমএম আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা সুমন মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মমতাজ বেগম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মুজিবুর রহমান চৌধূরী, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত ও ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপময় দাশ চৌধুরী। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার যারীন তাছনিম তাসিন, ওসমানীনগর থানার ওসি(তদন্ত) মাছুদুল আমীন গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, নিবর্মাচন কর্মকর্তা আবু লায়েছ মো. দুলাল, তথ্য সেবা কর্মকর্তা রুহানী আক্তার, দারিদ্র বিমোচন কর্মকর্তা শফিকুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুর মজিদ, সাংবদিক জয়নাল আবেদীন, ফজলু মিয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শণ করেন।

জেলা প্রশাসক ওসমানীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন। এর আগে জেলা প্রশাসক মো. মজিবুর রহমান দুপুরে দয়ামীর সদরুননেছা উচ্চ বিদ্যালয় ও এসওএস শিশু পল্লী পরিদর্শণ করেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain