শিরোনাম :
নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন এমরান চৌধুরী সিলেট সিটি নির্বাচনে অংশ নেওয়া ৪৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি সিলেট-৪ আসনে মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ টানা-পোড়েন তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা সিলেটে দেওয়ানী আদালতে মামলা নিষ্পত্তির হার ১০৫ শতাংশ দিনব্যাপী ধানের শীষের প্রচারণায় খন্দকার মুক্তাদির বিএনপি চায় বাংলাদেশকে একটি সুশৃঙ্খল ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে-তাহসিনা রুশদীর লুনা রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধনে-ডিসি সারওয়ার আলম ১১ দফা দাবির বাস্তবায়নের দাবিতে সিলেটে সিপিবির সমাবেশ

সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ব্যারিস্টার সেলিম সংবর্ধিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: “ইংল্যান্ডের অনারেবল সোসাইটি অব লিংকনস ইন” থেকে ব্যারিষ্টার এট-ল ডিগ্রী অর্জন করায় সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে বাংলাদেশ সুপ্রিমকার্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার মোহাম্মদ কামরুজ্জামান সেলিমকে। শুক্রবার রাতে সিলেটের উপশহরস্থ একটি হোটেলের কনফারেন্স হলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিমের সভাপতিত্বে ও এডভোকেট আল আসলাম মুমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বারের সভাপতি এডভোকেট শামসুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সংবর্ধিত অতিথির পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উসমান গনি, জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট আশিক উদ্দিন ও অধ্যাপক দেলওয়ার হোসেন বাবর। অনুষ্ঠানের শুরুতে বিজ্ঞ আইনজীবীরা ব্যারিস্টার সেলিমকে সম্মাননা স্বারক তুলে দেন ও ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথি এডভোকেট শামসুল হক বলেন, সিলেট বারের বিজ্ঞ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান সেলিম বার-এট ল ডিগ্রি প্রাপ্ত হয়েছেন জানতে পেরে সিলেট বারের বিজ্ঞ আইনজীবীগনসহ আমরা সবাই উৎফুল্ল। বিজ্ঞ ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমকে অভিনন্দন ও শুভেচ্ছা।

সংবর্ধিত অতিথির পিতা উসমান গণি অনুভূতি প্রকাশ করতে গিয়ে আইন পেশায় নিয়োজিত সিলেট জেলা বারের সকল আইনজীবীদের উচ্চ প্রশংসা করেন এবং তার ছেলের কৃতিত্বের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট হাসান আহমেদ, এডভোকেট সিরাজুল হক, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট নুর আহমেদ, এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট হুসায়নুর রাহমান লায়েছ, এডভোকেট আবু সালেহ চৌধুরী, এডভোকেট আলা উদ্দিন, এডভোকেট রাজ্জাক খান রাজ, এডভোকেট শামিম আহমদ, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট আনিছুর রহমান, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট নাদিম রহমান, ব্যবসায়ী জসিম উদ্দিন, ছালেক আহমদ, আজিজ খান সজিব, তারেক আহম প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain