অনুসন্ধান নিউজ :: সিলেটের আরও ৬ হাজার ৯শত জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, করোনা ভাইরাসের ভ্যাকসিন সিলেটের ২০ টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা হয়েছে। যার মধ্যে ছেলে ৩২২৪ জন ও মেয়ে ৩৬৭৬ জন রয়েছেন। তাদের প্রত্যেকেই ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে।