অনুসন্ধান নিউজ :: সিলেটে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড এর বিরুদ্ধে ক্ষতিপূরণের টাকা পাওয়া দাবীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও সচেতন মহল। গত ৩ সেপ্টেম্বর শনিবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী হাবিবুর রহমান, ব্যবসায়ী নোমান আহমদ, ফরহাদ আহমদ, মারুফ মিয়া, সমাজসেবী কামাল আহমদ, সোহাগ আহমদ, ফাহিম আহমদ, সমাজকর্মী নাঈম আহমদ, ছালমান মিয়া, সঞ্জিত দাস, অন্তর দাস প্রমুখ। এছাড়াও মানববন্ধনে ব্যবসায়ী ও সচেতন মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে ক্ষতিপূরণে টাকা পরিশোধ করার জোর দাবী জানিয়ে বলেন, ব্যবসায়ীরা ইন্স্যুরেন্স করেন বিপদগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাওয়ার আশায়। কিন্তু ব্যবসায়ী আনসার আলীর বীমাকৃত ব্যবসায়িক প্রতিষ্ঠান আলী স্টোরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের সিলেট ও ঢাকা অফিসকে কয়েকবার জানানোর পরও কর্তৃপক্ষ ক্ষতিপূরণের টাকা দিচ্ছে না। তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দুঃখজনক। বক্তারা অনতিবিলম্বে বীমা কর্তৃপক্ষকে ক্ষতিপূরণে টাকা দেয়ার জন্য আহবান জানান। অন্যথায় ব্যবসায়ী, সচেতনমহল ও সর্বস্তরের জনসাধরণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ও অন্দোলনে যেতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি