অনুসন্ধান নিউজ :: শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে আশ্বস্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, জনগণকে সম্পৃক্ত করে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। নানামুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শব্দদূষণের বিরুদ্ধে জনমত তৈরি করা হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় সহনীয় পর্যায় নেমে আসবে শব্দদূষণ তিনি
শেখ হাসিনার বাংলাদেশ পরিচচ্ছন্ন পরিবেশ, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় পেশাজীবী, পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনতামূলক কর্মশালা বাস্তবায়নে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প পরিবেশ অধিদপ্তর ও সার্বিক সহযোগিতায় ইকিউ এম এস কনসাল্টিং লিমিটেড
সচেতনতামূলক কর্মশালায় আজ বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরুক্ত কথাগুলো বলেন।
সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার পরিচরনায়, সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন , পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম পি, আরোও উপস্থিত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় রেঞ্জের এর অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরীন, পরিচালক (উপসচিব) বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সিলেট মোহাম্মদ এমরান হোসেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক এসময়ে উপস্থিত ছিলেন শিক্ষক,অধ্যাপক জাকির হোসেনসহ রাজনৈতিক ব্যক্তি,পরিবহন, ইমাম পরিষদ ও স্কুলের ছাত্রছাত্রীসহ সচেতননাগরীক বৃন্দ প্রমুখ।