শিরোনাম :
বিজিবি অভিযানে ১কোটি ২১ লক্ষ টাকার চোরাচালান জব্দ গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডার গার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন বিএনপি নেতা তারেক কালামের জানাযায় মানুষের ঢল বিজিবি-বিএসএফ সম্মেলনে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করছে মার্কিন দূতাবাস ব্যাপক সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কমিশন সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে সংবর্ধনা ৩১ দফা হলো জাতীয় রূপরেখা গঠনের নতুন দিগন্ত: সাহেদ আহমদ মিরাবাজারে কোতোয়ালী পূর্ব জামায়াতের শীতবস্ত্র বিতরণ

সন্ত্রাস ও জঙ্গিবাদ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করবে পুলিশ: আইজিপি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করবে পুলিশ।’

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ সদর থানা কমপ্লেক্সে পুলিশ মল এবং সুনামগঞ্জ পুলিশ লাইনসে ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধনের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতির আলোকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সব গোয়েন্দা সংস্থা ও প্রশাসন একযোগে বিগত সময়ে কাজ করেছে। এজন্য হলি আর্টিজানের পর আর তেমন কোনো ঘটনা দেশের কোথাও ঘটেনি।’

তিনি বলেন, ‘পুলিশের জঙ্গি-সন্ত্রাস মোকাবিলায় প্রশিক্ষণ আছে। পুলিশ তাদের আগে হাঁটে। এ জন্য সবসময়ই পুলিশ সফল হয়েছে।’

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের এই সময় সবকিছুই পুলিশ পেশাদারিত্বের সঙ্গেই মোকাবিলা করবে।’

সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ শহরের পুলিশ লাইনে হেলিকপ্টারে নেমে পুলিশপ্রধান প্রথমে পুলিশ মল উদ্বোধন করেন। শেষে পুলিশ লাইনসে যান। সেখানে ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করেন।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় পুলিশপ্রধান বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে প্রথম আমার নিজের জেলা সুনামগঞ্জে আসা।’ এ সময় তিনি শৈশবের স্মৃতিচারণ করেন।

পুলিশপ্রধানের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain