শিরোনাম :
শেরপুরে পাহাড়ি ঢলে আঞ্চলিক সড়কে ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংলাপ ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়না ঘর-ভাতের হোটেল : মল্লিক সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সদস্য শিক্ষা শিবিরে এডভোকেট জুবায়ের সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে প্রাণ গেল পুলিশের বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন শাবি ভিসি’র বাংলোর সিসিটিভি’র হার্ডডিস্ক ‘গায়েব’ হিউম্যান রাইটস’র চেয়ারম্যান দেলোয়ার খানের বিদায়ী সংবর্ধনা কবি ও লেখক বাবুল দেবের রচিত নাড়ির টান ও প্রতিদিন প্রতিক্ষণ বই দুটির প্রকাশনা উৎসব ফেঞ্চুগঞ্জে সংবর্ধনায় খান জামাল-গনহত্যায় জড়িতদের জাতী ক্ষমা করবেনা

২৬ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপি ২৬নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ই নভেম্বর) সন্ধ্যা ৬টার সময় ২৬নং ওয়ার্ডের ক্বীন ব্রীজের পাশের মাঠে এই কাউন্সিল অনুষ্টিত হয়। ২৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ডাঃ এম এ হক এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলনেতা কামাল হাসান জুয়েল, এম এ মতিন ও ছাত্রদল নেতা আবির আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, সারাদেশে বিএনপি’র আন্দোলনে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার দেখে সরকারের মাথা খারাপ হয়ে পড়েছে। যার কারনে সারা দেশে বিএনপি’র গণসমাবেশগুলোতে পরিবহন ধর্মঘট, হামলা, মামলাসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। সিলেটে আগামী ১৯শে নভেম্বর আলিয়া মাদ্রাসার মাঠে জনতার ঢল নামবে। সেই গনসমাবেশে ২৬নং ওয়ার্ডের সকল নেতাকর্মীসহ জনগণকে মিছিল সহকারে যোগদানের আহবান জানাচ্ছি।

উদ্বোধক হিসেবে বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। জণরুশের ভয়ে সরকার দমনপীড়নের পথ বেঁচে নিয়েছে। সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশ হামলা করে বিএনপি দলীয় নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে জনগণের আন্দোলন জোরদার হচ্ছে। এই আন্দোলনে ২৬নং ওয়ার্ডের নবনির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্বে এই ওয়ার্ডের নেতাকর্মীরা ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামিম, রেজাউল হাসান কয়েস লোদী, এড.হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, এড.রোকসানা বেগম শাহনাজ, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী, মুর্শেদ আহমদ মুকুল, সৈয়দ সাফেক মাহবুব, আফজল উদ্দিন, আবুল কালাম। এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকতার রশীদ চৌধুরী, মহানগর বিএনপি নেতা সেলিম আহমদ রনি, এম, এ মন্নান, জুবের আহমদ, মোঃ সুবেল আহমদ।

কাউন্সিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা কামাল উদ্দিন। এই দ্বিবার্ষিক কাউন্সিলে পাড়া কমিটির ভোটারদের সরাসরি ভোটে সভাপতি পদে আকতার রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে এম এ মন্নান ও সাংগঠনিক সম্পাদক পদে ফাহিম বক্ত শিপু নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাজ্জাদ আহমদ, নির্বাচনে সহযোগিতা করেন দুলাল আহমদ, সিরাজুল ইসলাম ও জাবেদ আহমদ বাদশাহ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain