শিরোনাম :
মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

বিশ্ব কুষ্ঠ দিবসে সিভিল সার্জন সিলেটের সমাবেশ-র‌্যালী ও আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: “এখনি কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’’ এই প্রতিপাদ্যের আলোকে ২৯ জানুয়ারি ২০২৩ বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে কর্মসূচীর সফল বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় কুষ্ঠ কর্মসূচী এবং লেপ্রা বাংলাদেশের অর্থায়নের সিভিল সার্জন অফিস-সিলেটের উদ্যোগে সমাবেশ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলার সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: নূরে আলম শামীম, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, মেডিকেল অফিসার, সিভিল সার্জন সিলেটের ডা. স্বপ্নীল সৌরভ রায়, মেডিকেল অফিসার, সিভিল সার্জন সিলেটের ডিসি ডা. আহমদ শাহরিয়ার, ডিএমএম ও সিভিল সার্জন অফিস-সিলেটের ডা: আফরোজা তাসনীম জ্যোতি, সিভিল সার্জন অফিস-সিলেটের সিনিয়র হেলত এডুকেশন অফিসার সুজন বনিক, সিভিল সার্জন অফিস-সিলেটের এমওডিআর ডা: স্নিগ্ধা তালুকদার, লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, সিভিল সার্জন অফিস-সিলেটের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আউয়াল। সমাবেশে ডা: স্বপ্লীল সৌরভ রায় জাতীয় কুষ্ঠ কর্মসূচী প্রদত্ত বিশ্ব কুষ্ঠ বিষয়ক কর্মসূচী প্রদত্ত প্রতিবেদন পাঠ করে।
সভাপতির বক্তব্যে ডা: জন্মেজয় দত্ত বলেন, “জাতীয় কুষ্ঠ কর্মসূচী বাংলাদেশ সরকারের একটি সফল স্বাস্থ্য কর্মসূচী। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ রোগীর সংখ্যা গুনতে নামিয়ে আনার লক্ষ্যে তিনি স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অংশে সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দ, জাতীয় আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও তিনি সমাবেশে উপস্থিত ১৫ জন কুষ্ঠ রোগী যারা চিকিৎসা গ্রহণ জানতে চান চিকিৎসা গ্রহণের জন্য তাদের কোন অর্থ ব্যয় হয়েছে কিনা সকলেই জবাব দেন। চিকিৎসা গ্রহণের জন্য তাদের কোনো অর্থ ব্যয় হয়নি। বিনামূল্যে তাদের কুষ্ঠ রোগের ঔষধ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain