শিরোনাম :
সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন? সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক মোল্লারগাঁওয়ে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা সিলেটে সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার ৩দিন ব্যাপী “মহা তাঁবু জলসা” ৪র্থ আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প সম্পন্ন জকিগঞ্জে বাংলাদেশে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটল বিএসএফ উন্নয়ন বঞ্চনার শিকার সিলেটবাসী, আরিফের নেতৃত্বে অবস্থান ধর্মঘট সিলেটে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জের পেশাজীবিদের সাথে মতবিনিময় সভায়-কয়ছর এম আহমেদ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না: আরিফুল হক

১৩তম এসএসসি ও দাখিল মডেল টেস্ট উত্তীর্ণদের ফ্রেন্ডস ক্লাব ২৭নং ওয়ার্ডের সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ফ্রেন্ডস ক্লাব ২৭নং ওয়ার্ডের উদ্যোগে ১৩তম এসএসসি ও দাখিল মডেল টেস্ট উত্তীর্ণদের এক সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) ২৭নং ওয়ার্ডের গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
ফ্রেন্ডস ক্লাব ২৭নং ওয়ার্ডের সভাপতি রফিকুজ্জামান রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত চন্দের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস। তিনি আরও বলেন, শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষার্থীদের নৈতিক দিক থেকে গড়ে তুলতেও কাজ করে যাচ্ছে ফ্রন্ডস ক্লাব ২৭নং ওয়ার্ড। এ ধরনের মহতি কাজে অন্যান্য সামাজিক সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক একাত্তরের কথা এর উপ সম্পাদক মঈন উদ্দিন, সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী আহমদ ওবায়দুর রহমান ফাহমি, গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ নুরুল হোসেন, সহকারি প্রধান শিক্ষক রজব আলী রাজিব, গোটাটিকর ব্রাদ্রাস ক্লাবের সভাপতি সুমন আহমদ চৌধুরী, গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মুকিত বুলু ও মতিন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস্ ক্লাব ২৭নং ওয়ার্ডের কার্যকরি কমিটির সহ সভাপতি নাকিব খান, শিমুল ইসলাম, নিজামুল ইসলাম সুমন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুর রহমান, সাবেক প্রচার সম্পাদক আবেদ আহমদ, সদস্য রফিকুল ইসলাম সানি, মুহিত হোসেন অপু, নাদির হোসেন প্রমুখ।
প্রচার সম্পাদক মুহিতুর রহমান সোহাগের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম অপু। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain