শিরোনাম :
মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে সিলেটে বিক্ষোভ সিলেট ওসমানী মেডিকেলের নার্সদের কর্মবিরতি পালন সিলেট নিসচার মাসব্যাপী কর্মসূচীর উদ্ধোধন বিভিন্ন পূজা উদযাপন কমিটির সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভা দেশনায়ক তারেক রহমান আগামী দিনের পথিকৃৎ: ইমদাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জে রাজিব আহসান জনগন কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে না আলহাজ্ব ইম্তাজ আলীর মৃত্যুতে মদিনা মার্কেট ব্যবসায়ী মহলের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্রশিবিরের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিল ভারত, নেপথ্যে যে কারণ প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের মামলা, গ্রেফতাররা মুক্তি পাচ্ছেন

সীমান্ত এলাকা হতে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা আটক করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সীমান্ত এলাকা হতে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী এবং লেহেঙ্গা আটক করা হয়েছে। গত ০১ এপ্রিল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন পিয়াং নদীর পাড় রানীরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি চৌকষ টহলদল কর্তৃক ১৯,৫০,০০০/- (উনিশ লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী ও লেহেঙ্গা আটক করে ।

এবিষয় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে, গত ০১ এপ্রিল ২০২৩ তারিখ ২০৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি চৌকষ টহলদল সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন পিয়াং নদীর পাড় রানীরঘাট নামক স্থানে একটি বিশেষ টহল পরিচালনা করে। এসময় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উল্লেখিত মালামাল রেখে পলায়ন করলে বিজিবি কর্তৃক উক্ত মালামাল আটক করা হয়। উল্লেখ্য, আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain