শিরোনাম :
দেশনায়ক তারেক রহমান আগামী দিনের পথিকৃৎ: ইমদাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জে রাজিব আহসান জনগন কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে না আলহাজ্ব ইম্তাজ আলীর মৃত্যুতে মদিনা মার্কেট ব্যবসায়ী মহলের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্রশিবিরের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিল ভারত, নেপথ্যে যে কারণ প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের মামলা, গ্রেফতাররা মুক্তি পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে সুলতান মনসুর আটক সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাথে কেন্দ্রীয় ছাত্রদল মতবিনিময় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত “অংশীজন সভা” বিশ্বনাথে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

হিফজুল কুরআন প্রতিযোগিতার ২য় দিনে ১০০ জন প্রতিযোগির অংশগ্রহণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দারুল ইমারাত বাগবাড়ী সিলেটের ব্যবস্থাপনায়, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর তত্ত্বাবধানে ও কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ দারুল ইমারাত এর সহযোগীতায় সিলেট বিভাগ বিত্তিক ২য় ইকরা হিফজুল কুরআন প্রতিযোগিতার ২য় দিনে ১০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।
২য় দিনের প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের প্রতিযোগিতা দেখতে প্রধান মেহমান ছিলেন চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অফিস এর কান্ট্রি ডিরেক্টর মো. হামদান আল ক্বারী এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ মোবারক।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) নগরীর বাগবাড়ীস্থ দারুল ইমারাত পরিষদ কমপ্লেক্সে ৩ দিনব্যাপী এই কুরআন প্রতিযোগিতায় ২য় দিনে প্রায় ১০০ জন প্রতিযোগি প্রতিযোগিতা করে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। কুরআন প্রতিযোগিতায় ৪টি গ্রুপে প্রায় ৩০০ জন ছাত্র অংশগ্রহণ করছে।
কুরআন প্রতিযোগিতায় ২য় দিনে বিচারক হিসেবে ছিলেন ১ম গ্রুপে আনওয়ারুল উলুম উমরপুর মাদ্রসার শিক্ষক হাফিজ গোলাম কিবরিয়া, টিকরপাড়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, নুরুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা সালেহ আহমদ।
২য় গ্রুপে বিচারক হিসেবে ছিলেন নূরুল ক্বোরান মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা ইমদাদুর রহমান, জামেয়া গহরপুর মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মুর্শেদ আহমদ, মিরেরচক মাদ্রসার মুহতামিম মারকাজুত তাহফিজ।
১ম গ্রুপ অনুর্ধ্ব ৭ বছর প্রতিযোগি মো ৫০ জন যে কোন ৩৭ সুরা। ২য় গ্রুপ অনুর্ধ্ব ১১ বছর প্রতিযোগি মোট ৭৫ জন যে কোন ১০ পারা ধারাবাহিক। ৩য় গ্রুপ অনুর্ধ্ব ১৫ বছর প্রতিযোগি মোট ১০০ জন যে কোন ১৫ পারা। ৪র্থ গ্রুপ অনুর্ধ্ব ২০ বছর প্রতিযোগি মোট ১০০ জন ৩০ পারা।
১৩ রমজান ১ম ও ২য় গ্রুপের, ১৪ রমজান ৩য় ও ৪র্থ গ্রুপের প্রতিযোগিতা হবে এবং ১৫ রমজান ফলাফল, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ মাওলানা ক্বারী মাহফুজে এলাহীর সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা চলবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain