শিরোনাম :
দেশনায়ক তারেক রহমান আগামী দিনের পথিকৃৎ: ইমদাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জে রাজিব আহসান জনগন কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে না আলহাজ্ব ইম্তাজ আলীর মৃত্যুতে মদিনা মার্কেট ব্যবসায়ী মহলের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্রশিবিরের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিল ভারত, নেপথ্যে যে কারণ প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের মামলা, গ্রেফতাররা মুক্তি পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে সুলতান মনসুর আটক সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাথে কেন্দ্রীয় ছাত্রদল মতবিনিময় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত “অংশীজন সভা” বিশ্বনাথে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

এবার হাওরের বোরো ফসল নিয়ে শঙ্কা নেই- কৃষিমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :: বন্যার পূর্বাভাসে হাওরের বোরো ফসল নিয়ে শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ধান কর্তন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী মন্তব্য করে বলেন, অন্য সময় হাওরের ধান নিয়ে শঙ্কায় থাকতে হতো। আগাম বন্যায় ফসল তলিয়ি যাওয়া নিয়ে দুঃচিন্তায় থাকতেন কৃষকরা। এবার হাওরের বোরো ফসল নিয়ে শঙ্কা নেই। আল্লাহ সহায় থাকলে কোনো ক্ষতি ছাড়া কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারবেন।

বন্যার পূর্বাভাস সম্পর্কে মন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওরের প্রায় ১ হাজার হারভেস্টর ধান কর্তন করছে। ইতোমধ্যে ৩০ ভাগ ধান কাটা শেষ। আগাম বন্যার আগেই হাওরের ধান কাটা যাবে।

 

ধানের দাম প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ধানের দাম যেমন আছে তেমন থাকবে। কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাক সেটা আমরা চাই। আশা করি কৃষক তার ধানের উপযুক্ত মূল্য পাবে।
চলতি সপ্তাহে আগাম বন্যার বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারবো না। এটা উচিৎ নয়। তবে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ফসলের উৎপাদন সময় সময় কমি আনতে হবে। এতে অকাল বন্যা থেকে বাঁচা সম্ভব।

ধান কর্তন উদ্বোধেনের সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী একেএম এনামুল হক শামীম, বিরোধীদলীয় হুইফ ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মো. দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে ধানকাটা উৎসব উপলক্ষে কৃষক ও সর্বসাধারণের সাথে এক আলোচনা সভায় অংশ্রহন করেন কৃষিমন্ত্রী ও অন্যান্য অতিথিরা।

 

উল্লেখ্য এবার সুনামগঞ্জের শতাধিক হাওরে প্রায় দুই লাখ ২৩ হেক্টর জমির বোরো ধানের আবাদ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধানের দিক দিয়ে ১৩ লাখ মেট্টিকটন নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain