শিরোনাম :
দেশনায়ক তারেক রহমান আগামী দিনের পথিকৃৎ: ইমদাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জে রাজিব আহসান জনগন কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে না আলহাজ্ব ইম্তাজ আলীর মৃত্যুতে মদিনা মার্কেট ব্যবসায়ী মহলের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্রশিবিরের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিল ভারত, নেপথ্যে যে কারণ প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের মামলা, গ্রেফতাররা মুক্তি পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে সুলতান মনসুর আটক সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাথে কেন্দ্রীয় ছাত্রদল মতবিনিময় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত “অংশীজন সভা” বিশ্বনাথে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আখালিয়ায় নতুন বাজারের পিস্তলসহ ৩ যুবক আটক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে পিস্তল সদৃশ লাইটার দিয়ে ছিনতাইর চেষ্টাকালে তিনজনকে আটক করেছে র‌্যাব। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলা সদরের জেল রোডের অভিযাত্রী-২১ নম্বর বাসার অসিত কুমার দাসের ছেলে অভ্র কুমার দাস (৩২) এবং সিলেট নগরীর দরগাহ মহল্লার কোরেশী বাড়ির কুতুব উদ্দিন আহমেদ কোরেশীর ছেলে মুন্না কোরেশী (৩১) ও তার ভাই জালাল আহমেদ রানা কোরেশী (১৮)। মামলায় অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামী করা হয়েছে।

রবিবার সিলেট মহানগরীর জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের ব্রাহ্মনশাসন এলাকার আবদুল লতিফের ছেলে মো. সোনা মিয়া।

মামলার এজহারে সোনা মিয়া উল্লেখ করেন, গত শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ৩৭নং ওয়ার্ডের ফেমাস মেসের কাছে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই সময় বাড়ির পাশে কয়েকজন যুবক পিস্তল সদৃশ বস্তু ঠেকিয়ে তার কাছে টাকা দাবি করে। এনিয়ে তিনি শোরচিৎকার করলে র‌্যাবের একটি টহল দল আসে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়।

সোনা মিয়া জানান, আটকের পর অভ্র কুমার দাস র‌্যাবের কাছে স্বীকার করেছে ছিনতাইর উদ্দেশ্যে তারা অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়েছে। একইভাবে তারা নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছে।

জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম জানান, উদ্ধারের পর দেখা গেছে পিস্তল সদৃশ বস্তুটি আসলে একটি লাইটার। এটি প্রদর্শন করে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে দুর্বৃত্তরা ছিনতাই করতো। রবিবার তাদেরকে আদালতে সোর্পদ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain