ফের ডিবি পুলিশের যৌথ অভিযান,

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ফেরিঘাটে হারুনের জোয়ার বোর্ডে ডিবি পুলিশের যৌথ অভিযান, হারুনের জুয়ার বোর্ড ভেঙ্গে তছনছ করে বন্ধ করে দেওয়া হয়, এবং এসএমপি’র দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১১ জন জুয়ারী গ্রেফতার
রাত অনুমান ১০ ঘটিকার সময় ঘটিকায় মো: শামসুদ্দোহা, পিপিএম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক-নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন এর নেতৃত্বে এসআই মো: লোকমান হোসাইন, আবুল হোসেন, শশধর বিশ্বাস, সৈয়দ শাফী মাহমুদ রাসেল, নিবন্ধু দাস, আয়াতুল্লাহ, আব্দুর রহিম, সাদিকুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন জিঞ্জিরশাহ মাজার, কীন ব্রিজের নিচে এবং চাঁদনীঘাট মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী সোহাগ মিয়া (২২), পিতা-মো: হারুন মিয়া, সাং- ভার্থখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, সালেক মিয়া (৪০), পিতা-মৃত ময়না মিয়া, সাং-চাঁদনীঘাট, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, আমিরুল ইসলাম (৪০), পিতা-মৃত মকছেদ সরদার, সাং-নওদা কল্যাণপুর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া, বর্তমানে মেটাল প্লাস, কদমতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, মো: সুজন মিয়া (৪০), পিতা-মৃত রইছ আলী, সাং-বাহাপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, রণরায় (৩৮), পিতা-মৃত ননি গোপাল রায়, সাং-আনন্দপুর, থানা-শাল্লা, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- মুছারগাঁও, তাজুল মিয়ার কলোনী, সাউথ সুরমা সিএনজি পাম্পের পাশে, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, আলম (২৫), পিতা-ইছাক আলী, সাং-শিমুলতলা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে জেলরোড, মুর্শেদের বাড়ী, থানা-কোতয়ালী, জেলা- সিলেট, খালেদ আহমদ (২৬), পিতা-রুয়াব আলী, সাং-রপিপুর, নোয়াবাড়ী, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, রাজন মিয়া (২০), পিতা-ওয়ারিছ আলী, সাং-রপিপুর, নোয়াবাড়ী, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, আব্দুল কালাম (৪৭), পিতা-মৃত সাজিদ উল্লাহ, সাং-মজিদপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, সজল সুত্রধর (৩৮), পিতা-মহেশ সূত্রধর, সাং-দাওরাই, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-বালুচর, থানা- শাহপরান (রহ:), জেলা-সিলেট, নিখিল পাল (৪৫), পিতা-বীরেন্দ্র পাল, সাং-চাঁদনীঘাট, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদের’কে জুয়া খেলার স্থান হইতে জুয়া খেলার সামগ্রী সহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামসুদ্দোহা,পিপিএম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain