শাবিপ্রবিতে নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে এক শ্রমিক মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, আজ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) ভবনে কাজ করতে গিয়ে এক শ্রমিক পড়ে গিয়েছিল। পরে তাকে মেডিকেলে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শ্রমিকের পরিবারের সাথে কথা বলেছে। আইনানুগ প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশন ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।

জানা যায়, নিহত ওই শ্রমিকের নাম মো. আরিফুল হক। তিনি কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার মাহবুবুল হকের ছেলে।

প্রসঙ্গত, চলতি বছরের গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়ার্কশপে কাজ করতে গিয়ে ৩ তলা থেকে পড়ে গুরুতর আহত হয় নাঈম আহমেদ (১৯) নামের এক শ্রমিক। এ ঘটনার ৬ মাস পার হতে না হতেই ৯ তলা থেকে পড়ে আরেক শ্রমিকের মৃত্যু হলো।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain