দক্ষিণ সুরমায় পুলিশকে ডাকাতের ছুরিকাঘাত, গ্রেফতার ৮

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকালে পুলিশকে ছুরিকাঘাত করে ডাকাতরা।

সোমবার (৩১ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার সিলেট-সুলতান সড়কের নর্থ ইস্ট মেডিকেল সংলগ্ন ধোপাঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই জায়গায় তারা এক বিদেশির মালামাল লুট করার উদ্দেশে জড়ো হয়েছিলো বলে পুলিশ জানায়। গ্রেফতারের পর মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা এরাকার আফরোজ মিয়ার ছেলে আতাহার হোসেন ইমন (২৯), বরিশাল জেলার আগুইলজেরা থানার বাশাহিল গ্রামের মৃত জিন্নাত আলী মৃধার ছেলে ইব্রাহীম খলিল (২৯), মৌলভীবাজার জেলার বড়লেখা থানার চন্ডিনগরের গৌছ উদ্দিনের ছেলে তারেক আহমদ রাজু (৩০), সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাসদবির এলাকার মৃত আব্দুস সহিদের ছেলে সজিব আহমেদ (৩০), মোগলাবাজার থানার ডুংশ্রী গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে মাসুম আহমেদ (৩২), এয়ারপোর্ট থানার জালাবাদ আবাসিক এলাকার এ ফজলুল হকের ছেলে আশরাফ হোসেন সোহান (২৫), বিয়ানীবাজার থানার উজান ঢাকি গ্রামের আব্দুল মজিদ চৌধুরীর ছেলে রুহাব চৌধুরী জুবেদ (২৯) ও জকিগঞ্জ থানার বারঠাকুরী গ্রামের মৃত রসময় দেবনাথের ছেলে রতন দেবনাথ (৩৫)।

গ্রেফতারকালে ডাকাতদের কাছ থেকে ৪টি মোটরসাইকেল, ১টি হাতকড়া, ৫টি চাকু, ১টি ফোর রিং জব্দ করে পুলিশ।

অভিযানের সময় ডাকাতদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য কাউছার আহমেদ আহত হন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত ডাকাত। আগেও বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করেছে। সোমবার তারা অটোরিকশাযোগে আসা বিদেশ ফেরত এক প্রবাসীর মালামাল লুট করার উদ্দেশ্যে ওই জায়গায় জড়ো হয়েছিলো। গতকাল (মঙ্গলবার) বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain