শিরোনাম :
সিলেটে নারীর কাছে মিললো বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ টাকা বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির সভা সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলণের প্রস্তুতি সভা সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জমিয়তের প্রচার মিছিল সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১কোটি ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ সেনাবাহিনী যেতেই পালালেন রিকশাচালকরা, ধাওয়া দিলেন পথচারীরাও গ্রেপ্তার শাহজাহান ওমর-‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ হবিগঞ্জে আ.লীগ নেতা সাইফুলসহ গ্রেফতার-২ আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে বিপিজেএ সিলেটকে সাউন্ড সিস্টেম প্রদান সিএনজির চালক সুজিত হ ত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

সিলেটে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, ‍“আওয়ামী সরকার গদি হারানোর ভয়ে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জিয়া পরিবারকে রাজনীতি থেকে মাইনাসের সুগভীর ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে দুদকের কথিত সাজানো মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী সিলেটের কৃতি সন্তান ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী সাজা প্রদান করেছে। জাতি এই রায় প্রত্যাখ্যান করেছে। ষড়যন্ত্র করে গদি রক্ষা করো যাবেনা। এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। অবিলম্বে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা প্রত্যাহার করতে হবে। অন্যথায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”

তিনি বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী সাজার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মিছিল নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব ও পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ স¤্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ ও মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ প্রমূখ।

মিছিল সমাবেশে জেলার আওতাধিন সকল উপজেলা ও পৌর, মহানগর আওতাধিন সকল ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “বিরোধী মত দমনে সরকার বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই ফরমায়েসী রায় দেওয়া হয়েছে। এ রায় দিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। শুধু তারেক রহমান নয়, তার স্ত্রী হওয়ার কারণে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থেকেও ডা. জুবাইদা রহমানকেও সাজা দেওয়া হয়েছে। একই ধরনের মামলায় আওয়ামী লীগ নেতাদের খালাস দেওয়া হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামলা ছিল। এই আদালতকে ব্যবহার করে সব মামলা উঠিয়ে নেওয়া হয়েছে। অথচ বিএনপি নেতাদের ২৫ বছর আগের মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এই বিচারের নামে এই ধরনের অবিচার জাতি মেনে নিবেনা। অবিলম্বে এই ফরমায়েসী সাজার রায় বাতিল করতে হবে।”

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain