শিরোনাম :

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটে বিজিবি’র বিভিন্ন কর্মসূচি পালিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিস্তারিত কর্মসূচি পালন করেছে।

এছাড়াও দেশব্যাপি দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

দিবসের কর্মসূচি অনুযায়ী সিলেট সেক্টরের অধীনস্থ সেক্টর ও সকল ইউনিট সমূহের মসজিদে জোহর নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাৎ বরণকারী পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর পূর্বে বিজিবি’র সকল মসজিদে বাদ ফজর হতে কোরআন খতম করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে রিভিলি হতে রিট্রিট পর্যন্ত বিজিবি’র সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিজিবি’র সকল সদস্য কালো ব্যাজ পরিধান করে৷

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সেক্টরের অধীনস্থ সেক্টর ও সকল ইউনিট পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু এবং ১৯৭৪ সালের ০৫ ডিসেম্বর বাংলাদেশ রাইফেলস এর ৩য় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর দেওয়া ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেট সেক্টর এবং সহাবস্থিত জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯) বিজিবি এবং সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আয়োজিত আলোচনা সভায় সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সেক্টর কমান্ডার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাৎ বরণকারী পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট (মঙ্গলবার) সিলেটের টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেট সেক্টর এবং সহাবস্থিত জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯) বিজিবি ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২০০ টি গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ এবং উক্ত বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট সেক্টর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান এবং ১৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী ও ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন।

উল্লেখ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি’র তত্ত্বাবধানে পরিচালিত উপ-শাখা সীপকস, সিলেটে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বিভিন্ন কার্যক্রমের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপ-শাখা সীপকস সেক্টর কমান্ডারের মিসেস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন৷ এছাড়াও বিজিবি পরিচালিত সকল স্কুল ও কলেজে জাতীয় কার্যক্রম অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain