শিরোনাম :

উন্নয়ন কাজ অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন: জেলা প্রশাসক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, সরকারের চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমাজের সূধীজন সহ সবার সহযোগিতা প্রয়োজন। বঙ্গবন্ধুর স্বপ্বের সোনার বাংলা বাস্তবায়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের নিকট সেবা পৌছে দিতে তিনি সরকারী কর্মকর্তাগণকে আরো নিষ্টা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।

তিনি বলেন, একটি মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে জৈন্তাপুর উপজেলায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও সমাজের অংশীজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজালা আওয়ামীলীগ সভাপতি কামাল আহমদ, ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সালা উদ্দিন মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, উপজেলা প্রকৌশলী এ.কে.এম রিয়াজ মাহমুদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল-মাসুদ, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, লালাখাল সীমান্ত ফাড়িঁ (বিজিবি)’র ক্যাম্প কমান্ডার আব্দুল বাতেন, জৈন্তাপুর সীমান্ত ফাড়িঁ (বিজিবি)’র ক্যাম্প কমান্ডার মুহিব উল্লাহ, শ্রীপুর সীমান্ত ফাড়িঁ (বিজিবি)’র ক্যাম্প কমান্ডার রজব আলী,উপজেলা নিবার্চন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার, সাব-রেজিষ্ট্রার অফিসার আহাদুজ্জামান, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহ মিফতাউজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মো: জুলহাস মিয়া, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনা আফরোজ রুজি, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, উপজেলা মহিলা বিষয়ক কমর্কতা তাসলিমা,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হারুন উর-রশিদ, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিজন চন্দ্র বিশ্বাস, স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সকালে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জৈন্তাপুর উপজেলায় বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীর সাথে মুক্তিযোদ্ধা গল্প অনুষ্ঠানে অংশ গ্রহন ছাড়াও তিনি বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain