শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুর সংক্রমণ হচ্ছে, এটাই আমাদের চিন্তার বিষয় : উপদেষ্টা নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস ছাত্রদল নেতা শাকিলের মায়ের ইন্তেকাল, মদন মোহন কলেজ ছাত্রদলের শোক সিলেটে ট্রাফিক পুলিশের অভিযান-আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেটে জব্দ অর্ধ কোটি টাকার ভারতীয় চিনি ও মহিষ এমসি’র ছাত্রাবাসে ছাত্রলীগের গণধর্ষণের ৪ বছর, থমকে আছে বিচারকাজ মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতের ঢেউটিন বিতরণ ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটে পুলিশের দেওয়া সময় শেষ হচ্ছে আজ, কাল থেকে ক ঠো র অভিযান

মানবাধিকার কর্মীরা দেশ ও বিদেশে কাজ করে যাচ্ছে : এড. মিসবাহ উদ্দিন সিরাজ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, মানবাধিকার কর্মীরা দেশ ও বিদেশে কাজ করে যাচ্ছে। সমাজের মানুষের কল্যাণের জন্য কাজ করে তারা। মানবাধিকারের কাজ করা একটি এবাদত যদি সেবার মানষিকতা নিয়ে কাজ করা যায় তাহলে কাজের বিনিময়ে নেকি অর্জন করা সম্ভব। মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। আমাদের প্রবাসীরা মাতৃভূমিকে অনেক ভালোবাসে এবং দেশের জন্য কিছু করতে সবসময় মনে দাগ কাটে।
তিনি (১১ নভেম্বর) শনিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ), সিলেট বিভাগ, জেলা ও মহানগরের উদ্যোগে বিএমবিএফ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও যুক্তরাজ্য শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা আলহাজ্ব মতিউর রহমান শাহীনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ), সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেন, সমাজ সেবার মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে মানবাধিকার কর্মীরা। মানবাধিকার কার্যক্রমকে নির্ভয়ে আরও এগিয়ে নিয়ে যাবার প্রতিশ্রুতি ব্যাক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ), সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এবং মহানগরের সাধারণ সম্পাদক টিপু চৌধুরীর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিএমবিএফ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও যুক্তরাজ্য শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা আলহাজ্ব মতিউর রহমান শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, ৭১ এর ঘাতক নির্মূল কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, শ্রীহট্ট সাংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, সাংবাদিক এম এ মতিন। স্বাগত বক্তব্য বিএমবিএফ সিলেট জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব তারা মিয়া তালুকদার, মহানগরের সভাপতি মির্জা রেজওয়ান বেগ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধল উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ মিয়া, সমাজসেবী, রাজনীতিবীদ মৌলভী আবুল কালাম দুলাল, আলহাজ্ব খালেদ হোসেন, সিলেট বিভাগের মহিলা বিষয়ক সম্পাদক শিরিন চৌধুরী, সহ মহিলা সম্পাদক জাহানার বেগম, সাহেদা আক্তার, আখলাক হোসেন, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ অলিউর রহমান। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain