শিরোনাম :
সিলেটে এসএমপি ও রাউন্ড টেবিল বাংলাদেশের সাইকেল র‌্যালি বিএনপি সরকার গঠন করলে সিলেটে আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন করা হবে-খন্দকার মুক্তাদির ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরে’র নির্বাচনি প্রচারণায়-আফসর খান বিশ্ব ডায়াবেটিস দিবস আজ বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়ে ২৬ টুকরা হলেন রংপুরের আশরাফুল, নেপথ্যে কী? একুশে পদক প্রাপ্ত মহামান্য সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাস্থবির’র মহাজীবনের অবসানে বাবৌযুপ সিলেটের শোক সুনামগঞ্জে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৬ নৈরাজ্য প্রতিরোধে সিলেটে ইসলামী আন্দোলনের অবস্থান কর্মসূচি সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল

সিলেটে হরতালের সমর্থনে মিছিল থেকে গাড়ি ভাঙচুর

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের সিলেট নগরীতে গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। আজ সোমবার (২০ নভেম্বর) সকালে নগরীর উপশহর পয়েন্টে হরতালের সমর্থনে কয়েকটি মোটরসাইকেলে মিছিল বের করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। যদিও পুলিশ বলছে কোনো ধরনের গাড়ি ভাঙচুর হয়েছে বলে তাদের জানা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার উপশহর পয়েন্টে কয়েকটি মোটরসাইকেলে হেলমেটধারী কয়েক জন যুবক হরতালের সমর্থনে সড়ক অবরোধ করে একটি ট্রাক ও অটোরিকশা (সিএনজি) ভাঙচুর করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, উপশহর পয়েন্টে দুর্বৃত্তরা পিকেটিংয়ের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।

এছাড়া সিলেট নগরে অনেকটা ঢিলেঢালা হরতাল হচ্ছে। সকাল থেকে নগরে যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বেড়েছে। অন্য দিনের মতোই অফিস-আদালত চলছে। চাকরিজীবীদের যথাসময়ে কর্মস্থলে পৌঁছাতে দেখা গেছে। স্কুল-কলেজও চলছে যথারীতি।

সরেজমিন দেখা গেছে, সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, সুরমা মার্কেট, আম্বর খানা,সুবিদ বাজার, পাঠান টুলার মদিনা মার্কেট পয়েন্টসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। । সেই সঙ্গে বিশৃঙ্খলা ঠেকাতে নগরীতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। র‌্যাব ও বিজিবি সদস্যরা টহল অব্যাহত রেখেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করলেও সিলেট থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় দূরবর্তী গন্তব্যের লোকজন রেলপথকেই বেছে নিচ্ছেন।

সরকার পতনের একদফা দাবি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে রোববার (১৯ নভেম্বর) শুরু হয় ৪৮ ঘণ্টার হরতাল। হরতালের প্রথম দিনে পিকেটিংয়ের চেষ্টাকালে ছয় জনকে আটক করে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain