কাল, পরশুর অবরোধ সফলে জিন্দাবাজারে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর প্রান কেন্দ্র জিন্দাবাজারে ৯ম দফা অবরোধের সমর্থনে আজ শনিবার রাতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিলে অংশ নেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরোয়ার রেজা,টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মশাল মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে ৯ ম দফা আগামীকাল রোববার ও পরশু সোমবারের অবরোধ সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান। সভায় ক্ষোভ প্রকাশ করে তিনি স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজিব আহসান সহ জাতীয় নেতৃবৃন্দকে গায়েবী মামলায় ফরমায়েশি সাজা প্রদানে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মিথ্যা মামলা ও ফরমায়েসী সাজা বাতিলের দাবি জানান এবং কারাগারে আটক সকল রাজবন্দিদের মুক্তি দাবি করেন।

সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন পতন আঁচ করতে পেরে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। ইনশাআল্লাহ অচিরেই আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain