শিরোনাম :
সিলেটে জব্দ অর্ধ কোটি টাকার ভারতীয় চিনি ও মহিষ এমসি’র ছাত্রাবাসে ছাত্রলীগের গণধর্ষণের ৪ বছর, থমকে আছে বিচারকাজ মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতের ঢেউটিন বিতরণ ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটে পুলিশের দেওয়া সময় শেষ হচ্ছে আজ, কাল থেকে ক ঠো র অভিযান যে কারণে ভারতে ইলিশ যাচ্ছে, জানালেন উপদেষ্টা ফরিদা আখতার জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি আব্দুল্লাহ আল মামুনের কৃতজ্ঞতা প্রকাশ, বিভিন্ন মহলের শুভেচ্ছা নেতাদের আশ্বাসে আমরণ অনশন ভঙ্গ করেন সিলেট যুবদলে পদবঞ্চিতরা গহরপুর ব্লাড ফাইটার্স এর প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান সিলেটে জামেয়া মোহাম্মদিয়া সিলেটের হযরত বিলাল (রাঃ) জামে মসজিদ উদ্বোধন

ভোটারদের নির্বাচনমুখী করতে কাউন্সিলরদের বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ভোটারদের নির্বাচনমুখী করতে কাউন্সিলরদের বিকল্প নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, সিলেট মহানগরের ভোটারের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই ভোটারদের নির্বাচনমুখী করতে কাউন্সিলরদের বিকল্প নেই।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট সিটি করপোরেশেনের মেয়র ও কাউন্সিলারবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অনুষ্ঠিত সভায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের চৌধুরীর সভাপতিত্বে সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা অংশ নেন।

সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সিলেট-১ আসন একটি মর্যাদাপূর্ণ আসন। তাই এ আসনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। সিলেট মহানগরের ভোটারের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলাররা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সুখে দুখে আপনারা সবসময় পাশে থাকে। সেইসাথে সরকারের মাঠ পর্যায়ের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড কাউন্সিলদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই ভোটারদের নির্বাচনমুখী করতে কাউন্সিলদের বিকল্প নেই।

পররাষ্ট্রমন্ত্রী উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সকলের সহযোগিতা চান।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার সিসিকের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে। বিগত ১০ বছর সিসিক মেয়র পদ আওয়ামী লীগের না হলেও উন্নয়ন বরাদ্দ বিন্দুমাত্র কম দেয়নি সরকার। কারণ জননেত্রী শেখ হাসিনার কাছে দেশ-জনগণই মুখ্য, অন্য কিছু নয়।

উপস্থিত কাউন্সিলররা বলেন, ড. এ কে আব্দুল মোমেন শুধু আমাদের এমপি নন তিনি দেশের একজন সফল পররাষ্ট্রমন্ত্রী। বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তিনি। তাই সিলেট-১ আসন এবারের নির্বাচনে বিদেশী সংস্থা, পর্যবেক্ষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তাই সর্বোচ্চ ভোটারের উপস্থিতির মাধ্যমে এ আসনে নৌকার বিজয়মালা ছিনিয়ে আনা আমাদের নৈতিক গুরুদায়িত্ব।

সভায় কাউন্সিলরবৃন্দরা নির্বাচনে বিজয় সুনিশ্চিতের জন্য তৃণমূল পর্যায়ে প্রচারণা ও ভোটারদেরকে নির্বাচনমুখী করার বিভিন্ন দাবী, পরিকল্পনা, সুপারিশ করেন। নির্বাচনে সকল ধরনের সহযোগিতা প্রদানের কথা দেন উপস্থিত কাউন্সিলররা।

পররাষ্ট্রমন্ত্রী তাদের কথাগুলো মনোযোগ সহকারের শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌফিক বক্স, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ছয়ফুল আহমদ বাকের, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালমা সুলতানা, নার্গিস সুলতানা, মোছা. হাজেরা বেগম, বাবলী আক্তার,ফাতেমা বেগম, নারগিস সুলতানা রুমি, রেবেকা বেগম, শাহানা বেগম শানু, রুহেনা খানম মুক্তা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain