শিরোনাম :
সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র দু’দিনব্যাপী বার্ষিক ওয়াজে ১ম দিন সম্পন্ন সিলেট-৪ আসনে প্রার্থী চূড়ান্তে বিএনপি’র দ্বিধা: আলোচনায় আরিফুল হক, কিন্তু ‘ঘোষণার’ অপেক্ষা মহিলাদের সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ি রাহি’র মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড সিলেট নগরীর মদীনা মার্কেটে মহানগর জামায়াতের বিক্ষোভ সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বিজিবি সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির

৭ জানুয়ারির নির্বাচন ইতিমধ্যে প্রহসনে পরিণত হয়েছে: বাম গণতান্ত্রিক জোট

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: একতরফা নির্বাচন তফসিল বাতিল, সরকারের পদত্যাগ করে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) বুধবার বিকাল সাড়ে চারটায় আম্বরখানা পয়েন্টে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সিপিবি জেলা সদস্য এডভোকেট নিরঞ্জন দাশ খোকন,বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘আমি আর ডামি ‘ প্রার্থী দিয়ে ৭জানুয়রির নির্বাচন ইতিমধ্যে প্রহসনে পরিণত হয়েছে। সরকারের একতরফা নির্বাচন আয়োজন দেশকে গভীর সংকটে নিমজ্জিত করবে। মুক্তিযুদ্ধের মৌল চেতনা ও গণ আকাঙ্ক্ষার বিপরীতে দেশে আজ চরম আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম হয়েছে। বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের দমন-পীড়ন, সভা-সমাবেশে হামলা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে একতরফা নির্বাচন তফসিল বাতিল, নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য গণ আন্দোলন গড়ে তোলা ও ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain