শিরোনাম :
এমসি’র ছাত্রাবাসে ছাত্রলীগের গণধর্ষণের ৪ বছর, থমকে আছে বিচারকাজ মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতের ঢেউটিন বিতরণ ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটে পুলিশের দেওয়া সময় শেষ হচ্ছে আজ, কাল থেকে ক ঠো র অভিযান যে কারণে ভারতে ইলিশ যাচ্ছে, জানালেন উপদেষ্টা ফরিদা আখতার জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি আব্দুল্লাহ আল মামুনের কৃতজ্ঞতা প্রকাশ, বিভিন্ন মহলের শুভেচ্ছা নেতাদের আশ্বাসে আমরণ অনশন ভঙ্গ করেন সিলেট যুবদলে পদবঞ্চিতরা গহরপুর ব্লাড ফাইটার্স এর প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান সিলেটে জামেয়া মোহাম্মদিয়া সিলেটের হযরত বিলাল (রাঃ) জামে মসজিদ উদ্বোধন শাবিতে নতুন ভিসি, প্রো-ভিসি ও কোষাধ‍্যক্ষ

সিলেট-১ আসনে প্রতীক বরাদ্দ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রতীক বরাদ্দের সময় প্রার্থীদের সঙ্গে মতবিনিময সভা করছেন রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান। এই কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শুরুতেই সিলেট-১ আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদেরকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ আসনে ৫ জন প্রার্থীর মধ্যে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় সবাইকে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী একে আব্দুল মোমেন পেয়েছেন (নৌকা), সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত পেয়েছেন (ছড়ি), এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ পেয়েছেন (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন (মিনার) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক।
এসময় রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন, একইসঙ্গে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি অবহিত করেন।
প্রতীক বরাদ্দ ও মতবিনিময় অনুষ্ঠানে সিলেট-১ আসনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা উপস্থিত ছিলেন।
তবে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় সফরে কুয়েত থাকায় তাঁর পক্ষ থেকে প্রতীক গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুর রহমান আলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ অধ্যক্ষ সুজাত আলী রফিক, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain