অনুসন্ধান নিউজ :: ইপসা’র উদ্যোগে ও ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় সিলেটে বন্যার্তদের মাঝে ১৮ থেকে ২২ আগষ্ট সপ্তাহব্যাপী ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বিস্তৃত হাওর অঞ্চলের বন্যার্তদের জন্য শালুটিকর ইউপি কার্যালয়ে, সিলেট সিটি করপোরেশনের কুশিঘাট ও সুরমা নদীর তীরে বসবাসরত বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের মাঝে সিলেট ভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলে, কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়ন, পানি চাপরা হাওর এলাকার লোকজনের মাঝে ইউপি চেয়ারম্যানের বাড়ি প্রাঙ্গনে, তেলিখাল ইউনিয়নের বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে তেলিখাল ইউপি কার্যালয়ে, ইসলামপুর ইউনিয়নের ত্রাণ বিতরন ভোলাগঞ্জে অবস্থিত ইউপি কার্যালয়ে ও সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইউপি কার্যালয়ে ত্রাণ বিতরন করা হয়।
এসব ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিলিভার বাংলাদেশ সিলেট রিজিওনাল ম্যানেজার মঈনউদ্দীন সজীব, ইপসা’র সহকারী পরিচালক ও ঢাকা অফিসের প্রধান মোঃ নাজমুল হায়দার, মোগলগাঁও ইউনিয়নের সদস্য রংমালা বেগম, উন্নয়নকর্মী আনসার দলনেতা ইমতিয়াজ রহমান ইনু, মো. আমিনুল হক, ইপসার গ্রাম আদালত প্রকল্পের কর্মকর্তা শওকত হোসেন, মোঃ বেলাল হোসেন, গীতা রানী মোদক প্রমুখ।