শিরোনাম :
সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্রুত নির্বাচনের দাবিতে সিলেট ব্যবসায়ী ফোরামের মানববন্ধন নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫ সিলেট-তামাবিল সড়কের সিএনজিকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেব-সিলেটে-জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমরান চৌধুরী হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২৫ পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে দোকান মালিক ব্যবসায়ী সমিতির স্মারকলিপি

সিলেট জেলা স্টেডিয়ামে আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যেকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৮ জানুয়ারি সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং সিলেট জেলার ১৩টি উপজেলার ১৩টি কলেজ ও সিলেট সিটি কর্পোরেশনের ০৩টি কলেজসহ সর্বমোট ১৬টি কলেজের অংশগ্রহণে “আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট” এর শুভ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শহিদদের রুহের মাগফেরাত এবং আহত ছাত্র-জনতার আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়। উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের উদ্দেশ্যে ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ এর তাৎপর্য ও মূল লক্ষ্যকে তুলে ধরে উৎসাহ-উদ্দীপনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.), সিলেট এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, অংশগ্রহণকারী কলেজসমূহের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলার ফুটবল রেফারীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাজপুর ডিগ্রি কলেজ, ওসমানীনগর, সিলেট ৩-০ গোলে শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল অ্যান্ড কলেজ, কোম্পানীগঞ্জ, সিলেট-কে হারিয়ে বিজয়ী হয়।
উক্ত টুর্নামেন্টের ১৯ জানুয়ারি ২০২৫ তারিখের ম্যাচসমূহের বিবরণ, ভেন্যু : সিলেট জেলা স্টেডিয়াম
১ম ম্যাচ (বেলা ১ টা) : গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট, সিলেট বনাম উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ, বিশ্বনাথ, সিলেট।
২য় ম্যাচ (বেলা ১২. টায়) : এম সি কলেজ সিলেট বনাম ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট |
৩য় ম্যাচ (বেলা ২.টা) : জৈন্তিয়া ডিগ্রি কলেজ, জৈন্তাপুর, সিলেট বনাম সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সেনানিবাস, সিলেট।
৪র্থ ম্যাচ (বেলা ৩.৩০ টা) : কুড়ার বাজার কলেজ, বিয়ানীবাজার, সিলেট বনাম বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain