অনুসন্ধান ডেস্ক :: অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা আফতাব উদ্দিনের শয্যাপাশে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বুধবার (২২ জানুয়ারি) সকালে নগরীর জালালাবাদ রাগীর রাবেয়া হাসপাতালে চিকিৎসাধিন প্রবীণ সাংবাদিক আফতাব উদ্দিনকে দেখতে যান তিনি। এসময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় আফতাব উদ্দিনের পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি