অনুসন্ধান ডেস্ক :: সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক স্পোর্টস ও কালচারাল উইক ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী বেলুন উড়িয়ে ও কেক কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী বলেন, পড়ালেখা যেমন শিক্ষার্থীদের মানসিক দক্ষতা বৃদ্ধি করে, তেমনই খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম তাদের শরীর ও মনকে প্রফুল্ল এবং সৃষ্টিশীল রাখে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একজন শিক্ষার্থীকে কেবল একাডেমিক জ্ঞানেই দক্ষ হলে চলবে না, বরং বহুমুখী গুণাবলী অর্জন করতে হবে। খেলাধুলা কেবল শরীরের স্বাস্থ্য ভালো রাখে না, এটি দায়িত্ববোধ, নেতৃত্বগুণ এবং সহযোগিতার মনোভাবও গড়ে তোলে।
এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ডি, এ, হাসান চৌধুরী, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুইয়া, ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আবদুল হাই মিনার, নাক কান ও গলারোগ বিভাগের অধ্যাপক ডাঃ মাশুকুর রহমান চৌধুরী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মাহজুবা উম্মে সালাম, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রূবিনা সুলতানা, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফরিদ আহমদ, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সখিনা খাতুন, মনরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সিদ্ধার্থ পাল, নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ খন্দকার আবু তালহা, স্পোর্টস ও কালচারাল কমিটির সভাপতি অধ্যাপক ডা: মোহাম্মদ আল-মোহাইমিন, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: সাইফুল ইসলাম, কালচারাল কমিটির সদস্য সচীব ডা: মুর্শিদা আফরোজ লুবনা, বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: সোমা বেগম, স্পোর্টস কমিটির সদস্য সচিব ও হাসপাতালের সহকারী পরিচালক ডা: এ,টি,এম রাসেল মিশু, সার্জারী বিভাগের রেজিস্ট্রার ডা: ইশফাক জামান সজীব, হাসপাতালের সহকারী পরিচালক ডা: মৃদুল গুপ্ত, গাইনী ও অবস্টেট্রিক্স বিভাগের ডা: ফাতিমা তুল তানজিনা তানি, ডা: সাইকা জান্নাত সহ কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন ব্যাচের ছাত্রীবৃন্দ।
এছাড়াও কলেজের ছাত্রী হোস্টেলের ১৫ তলায় ছাত্রীদের খেলার জন্য সুসজ্জিত স্পোর্টস ফ্লোর উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী সহ অন্যান্যরা। বিজ্ঞপ্তি