শিরোনাম :
সিলেটে উড়ানো বেলুন গিয়ে পড়ল ভারতে, ব্যাপক আতঙ্ক জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য র‌্যালী সিলেটের তিন জেলায় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, আসবেন আগের রাতেই সিলেটে সিএনজি অটোরিক্সায় ছিনতাই, গ্রেপ্তার ৩ জাফলংয়ে পেলুটারের চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হোন: এম এ মালিক দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শী অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির নতুন প্রজন্মের কাছেও জবাবদিহি করতে হবে-গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী ভার্থখলা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রমের পুরস্কার বিতরণ সিলেটে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি ও সনদপত্র বিতরন

কর্মবিরতি প্রত্যাহার : সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: দিনভর ভোগান্তি শেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে ৩০ ঘণ্টা পর সিলেট থেকে ছেড়ে গেলো ট্রেন। দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করার পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল। স্বস্থি ফিরলো যাত্রীদের মাঝে। জানা যায়, বিভিন্ন দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখেন রানিং স্টাফরা। ফলে ভোগান্তিতে পরেন যাত্রীরা। ট্রেন না পেয়ে কেউ ফিরে যান, কেউ কেউ বাসে করে গন্তব্যে পৌঁছান।

 

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) কয়েক দফায় তাদের সঙ্গে বৈঠকে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সমস্যা সমাধানের আশ্বাস দিলে মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন।

 

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে শুরু হয় ট্রেন চলাচল। এর মাধ্যমে ৩০ ঘণ্টা পর সিলেটের সাথে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হলো। অবসান ঘটলো যাত্রীদের সীমাহীন দুর্ভোগের।সিলেটের খাবার ও রেস্তোরাঁ

 

ট্রেনের শিডিউল অনুযায়ী আজ বুধবার সিলেট থেকে ৫ টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এরমধ্যে ঢাকার উদ্দেশ্যে ভোর ৬টা ১৫মিনিটে কালনী এক্সপ্রেস, দুপুর ১২ টায় জয়ন্তিকা এক্সপ্রেস,বিকেল সাড়ে ৩টায় পারাবত এক্সপ্রেস, রাত সাড়ে ১১টায় উপবন এক্সপ্রেস এবং চট্টগ্রামের উদ্দেশ্যে রাত ১০টায় উদয়ন এক্সপ্রেস।

 

এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ও দুপুরে ঢাকার উদ্দেশ্যে দুটি ট্রেন ছেড়ে গেছে।

 

কোন প্রকার শিডিউল বিপর্যয় ঘটেনি জানিয়ে নুরুল ইসলাম বলেন, ট্রেন দু’টি সকল যাত্রী নিয়ে সময়মতো ছেড়ে গিয়েছে। কোন বিলম্ব হয়নি। তিনি জানান, বিকেলে ১টি এবং রাতে আরো ২টি ট্রেন সিলেট ছেড়ে যাবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain