শিরোনাম :
সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির খালেদা জিয়ার সুস্থতা কামনায় এম এ রউফ এর উদ্যোগে ভাতগাও ইউনিয়ন বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগরের প্রতিনিধি সভা অনুষ্টিত সিলেটে ডেভেলপমেন্ট কাপ (অনূর্ধ্ব-১৫) ফুটবল টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান সিলেটে ৬ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন ১০০ প্রবাসী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবীতে কবি নজরুল সেন্টার প্যারিসের বিদ্রোহ ও কবিতা পাঠ সিলেট মহানগর জামায়াতের প্রস্তুতি সভায়-মহানগরী আমীর ফখরুল ইসলাম সিলেট-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন খেলাফত মজলিস প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসান

সীমান্ত সম্মেলনে এবার ভারতের সঙ্গে কথার ‘টোনটা’ আলাদা হবে’

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলনে ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনায় বাংলাদেশের ‘টোনটা’ ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা একথা জানান।

আগামী ১৭-২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের নয়াদিল্লীতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলনে বাংলাদেশ-ভারত সীমান্ত সংক্রান্ত দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়াদি আলোচনা করার লক্ষ্যে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপদেষ্টা সীমান্ত সম্মেলনের আলোচ্যসূচি তুলে ধরেন।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে। সেখানে তারা ফেন্সিডিল তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়। তারা ফেন্সিডিলগুলো ওষুধ হিসেবে বানাচ্ছে বললেও আসলে এটা মাদক হিসেবেই বানানো হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষে অনুমতি নিতে হয়। এগুলো একপক্ষে করার নিয়ম নেই। যদিও তারা এভাবেই করতে চায়। উন্নয়নমূলকভাবে একটা মসজিদ বা মন্দির করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন হয়। আগামীতে কিছু করতে হলে যেন তারা সম্মতি নেয় এ বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, বিএসএফ বা ভারতীয় নাগরিক, ভারতীয় দুষ্কৃতকারী কর্তৃক সীমান্ত হত্যা, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো বা কাউকে আহত করা বন্ধ করার বিষয়ে আলোচনা হবে।

সম্মেলনে বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া বা আটক করা বন্ধ করতে আলোচনা করা হবে। বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক সীমানা লঙ্ঘন বা অবৈধ পারাপার অথবা অনুপ্রবেশ বন্ধে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য পানি প্রবাহিত হয়, এরকম চারটি খালে পানি শোধনাগার স্থাপন কারার বিষয় আলোচনা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain