শিরোনাম :
সিলেট ৭নং ওয়র্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নির্মূলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-সিএনজির সংঘর্ষে নিহত-২-আহত ৩ সিলেট কুচাইয়ে ১ম শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবিক সংগঠন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সভা অনুষ্ঠিত আগামী শনিবার-৭১টি এলাকায় বিদ্যুৎ থাকবে না শীতার্তদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন সিলেট এসএসসি-৯৬ ব্যাচের উদ্যোগে সিলেটে পুনর্মিলনী অনুষ্ঠিত ফটো সাংবাদিক মাহমুদের মায়ের মৃত্যুতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন শোক জৈন্তাপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন হাকিম চৌধুরী সিলেট বিমানবন্দরে যাত্রীর লাগেজে থাকা ফ্যানের ভেতর সাড়ে ১৭ কেজি স্বর্ণ

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-সিএনজির সংঘর্ষে নিহত-২-আহত ৩

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: জগন্নাথপুরের ইশবপুর সাহেববাড়ী উরস মাফহিল থেকে ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ আহসানমারা সেতু এলাকায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেন এর ছেলে জমির হোসন (৩৩)।

নিহতদের পরিবার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জগন্নাথপুরের ইশবপুর সাহেববাড়ী উরস মাফহিল থেকে সিএনজি যোগাযোগ বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। সিলেট- সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ আহসান মারা সেতু এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস (ঢাকা-ব ১১৮৬৬২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির চালকসহ ৪ যাত্রীর গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আলীনূর ও জমির হোসেন নামের দুই যুবক মৃত্যুবরণ করেন।

গুরুতর আহত তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। আহতরা হলেন একই গ্রামের আলী আকবর(৩০) আমীর আলী(৪০) ও জনি আহমদ (২২) ।সিলেটের খাবার ও রেস্তোরাঁ

এদিকে, দুর্ঘটনার শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। নিহতদের দেখতে হাসপাতালে ভিড় জমিয়েছেন স্বজনরা।

নিহত জমিন হোসেনের ভাই তারিফ আলী বলেন, আমার ভাইসহ এলাকার ৫ জন সিলেট বিশ্বনাথের ইসবপুর সাহেববাড়ি উরস থেকে বাড়ি ফিরছিলেন। আহসানমারা এলাকায় বেপরোয়া বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে সবাই আহত হয়। হাসপাতালে আসার পর আমার ভাই আর আরেক প্রতিবেশী মারা গেছেন। আমরা ঘাতক বাস চালকের শাস্তি চাই।

 

 

দুর্ঘটনা পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুর রশীদ সরকার

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain