অনুসন্ধান ডেস্ক :: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবী জানিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রতিবছর পবিত্র মাহে রমজান মাস আসলেই ভাসমান হকারদের দখলে চলে যায় ফুটপাত ও সিলেট মহানগরীর প্রায় রাস্তা। সিলেট মহানগরীতে যানজট সৃষ্টির প্রধান কারণ হচ্ছে হকার বা ভ্রাম্যমান ব্যবসায়ী সহ যত্রতত্র অবৈধ পার্কিংয়ের ফলে রাস্তা ও ফুটপাত দখল। নগরীর প্রতিটি অলিগলিতে সরু রাস্তাগুলোতে যেখানে-সেখানে গাড়ি পার্কিং করে রাখা হয়। ফুটপাতের পাশাপাশি রাস্তার বেশিরভাগ অংশই হকার ও অবৈধ পার্কিংয়ের দখলে। ফলে প্রতিটি রাস্তায় যানজট লেগেই আছে। বন্দরবাজার, সুরমা মার্কেট পয়েন্ট, জিতু মিয়ার পয়েন্ট, জিন্দাবাজার, জল্লারপার, রিকাবীবাজার, আম্বরখানা, শাহী ঈদগাহ, টিলাগড়, মেজরটিলা, শিবগঞ্জ, শাহজালাল উপশহর, মেন্দিবাগ, সোবহানীঘাট, মীরবক্সটুলা, কাজিটুলা সহ নগরীর প্রায় প্রধান সড়ক সহ অলিগলিতে জুড়ে রয়েছেন ভাসমান বিক্রেতারা ও অবৈধ গাড়ি পার্কিং। সভা থেকে পবিত্র মাহে রমজানের পূর্বেই সিলেট মহানগরীর যানজট নিরসন ও জনসাধারণের চলাচলকে স্বাচ্ছন্দ্যময় করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাধ্যমে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত জোর দাবি জানিয়েছেন সংস্থাগুলোর নেতৃবৃন্দ।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ৬ষ্ঠ সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, যুব সম্পাদক শাহরিয়া হাসান, নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ মকসুদুল হাসান, মোঃ জয়নাল আবেদীন, সুকেন্দ্র রায়, মোঃ শাহনুর আলী, মোঃ নুর হোসেন, সাঈদ আদনান সরদার মিহাদ, উবায়দুল হাসান রায়হান, নীলমনি কান্ত চন্দ, মোঃ বেলাল হোসেন তুহেল, এড. আব্দুল্লাহ আল হেলাল, মোঃ বজলুর রশীদ, দিলীপ আচার্য্য, মোহাম্মদ সহিদ চৌধুরী, মাহফুজ আল গালিব ও নাহিদুল ইসলাম পারভেজ।
উল্লেখ্য, সংস্থাগুলোর উদ্যোগে ২০২৫ খ্রীষ্ঠাব্দের সাপ্তাহিক ৭ম সভা ১২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং আগামী ২১ ফেব্রুয়ারী শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও আনন্দ ভ্রমন ২০২৫ পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।