অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা থানা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) নগরীর তালতলায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস. এম নুরুল হুদা। দক্ষিণ সুরমা থানা কমিটির সাবেক আহ্বায়ক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম সফর আলী খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস.এম নুরুল হুদা সালেহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নুরুল ইসলাম মকবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, সিলেট জেলা হোটেল ও মিস্টি বেকারী এন্ড চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, আমাদের রেস্টুরেন্ট শ্রমিকরা প্রতিদিন দীর্ঘ সময় শ্রমের মাধ্যমে ভালো উপার্জনের লক্ষ্য তারা কাজ করে যাচ্ছে কিন্তু রেস্টুরেন্ট মালিকরা তাদের ন্যায্য দাবীগুলো এখনো মানতে রাজি হচ্ছে না। শ্রমিকরা তাদের কাজ অনুযায়ী মালিকদের কাছ থেকে পাচ্ছে না ন্যায্য বেতন। বছরের দশ-এগার মাস এভাবেই তাদের জীবন চলে। তাদের পরিবার-পরিজন নিয়ে একটু ভাল থাকার ইচ্ছে থাকলেও ঘরে থাকে হাহাকার। ঈদ আনন্দ, উল্লাস কিছুই তাদের নেই। থাকছেনা নতুন জামা কাপড়। কিন্তু অধিকাংশ হোটেল শ্রমিকের ঘরে ঈদের আনন্দ থাকেনা। সন্তানদের গায়ে ঈদের নতুন জামা থাকেনা। অনেকে স্ত্রী সন্তানদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারেনা। যেন জীবন যুদ্ধে পরাজিত সৈনিক তারা। আমরা আশা করি এই নির্যাতিত, নিপিড়ীত শ্রমিকরা যেন রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে তাদের ন্যায় অধিকারটুকু পায় তা না হলে আমরা সবাই মিলে দাবী আদায়ের লক্ষ্য তাদের দাঁত ভাঙা জবাব দেব। মো. বিল্লাল হোসেনকে সভাপতি করে ও খলিল মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।