সিলেটে খেলাফত মজলিসের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: খেলাফত মজলিসের মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেছেন, রক্তের নদী ও হাজার হাজার প্রাণ বিসর্জনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট হটানোর বিজয়কে ধরে রাখতে হবে। এর সুফল অর্জনের জন্য এখন সব দেশপ্রেমিক দল ও জনগনকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা বহুপ্রাণ ও রক্তে অর্জিত এই বিপ্লব নস্যাত করতে বারবার ফণা তোলার অপচেষ্টা করছে। ফ্যাসিস্টদের বিষ ও শিকড়ের মুলোৎপাটনে এই মুহুর্তে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিকল্প নেই।
খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত “বৈষমমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। রাজনীতিক, শিক্ষাবিদ, আলেম, পেশাজীবি, ও সাংবাদিকদের নিয়ে আজ সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ টায় নগরীর ইউনাইটেড সেন্টারে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকের আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, বিএনপি সিলেট মহানগরী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরী সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, খেলাফত মজলিস কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান, শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি প্রিন্সিপাল মুহিবুর রহমান, খেলাফত মজলিসের সিলেট জেলা সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস।
সিলেট মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ড. কাদের আরো বলেন, “৫ আগস্টের ঐতিহাসিক বিপ্লবে স্বৈরাচার-খুনীর বিরুদ্ধে যে নজিরবহীন ঐক্য নির্মিত হয়েছিল, মাত্র ৬ মাসের ব্যবধানে সেই দলকেও বিচারের আওতায় আনতে হবে। নির্বাচনে আওয়ামিলীগের নিবন্ধন বাতিল করতে হবে। জনাব কাদের বলেন, প্রতিবেশী দেশের সাথে আমরা বন্ধুত্বপুর্ণ সম্পর্কে আগ্রহী। কিন্তু কোন ভাবেই তাদের অন্যায় আচরণে নতজানু হব না। এখন মোটেই বিচ্ছিন্নতার সময় নয়। সকল দল একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, দেশপ্রেমিক শক্তির অনৈক্য, কাদা ছোড়াছুড়ি ও যে কোন রকমের গাফলতি ফ্যাসিস্ট ও তার দোসরদেরকে মাথাচাড়া দিয়ে উঠার পথ করে দেবে।”

আলোচনায় বক্তারা বলেন, প্রধান ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তার সকল সাঙ্গ-পাঙ্গরা দেশে হিংস্র ছোবলের অপেক্ষা আত্ম গোপন করে আছে। প্রশাসনের সর্বত্র এখনো ফ্যাসিস্টের চেলাচামুন্ডারা বহাল তবিয়তে বসে আছে। আগস্ট বিপ্লবের মহান জাগরন, রক্তনদী ও সীমাহীন ত্যাগকে স্বার্থক করতে সকল সংকীর্নতা ও দূরত্ব বর্জন করে কাঁধে মিলিয়ে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে আরো আলোচনা রাখেন জাতীয় ইমাম সমিতি মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জালালাবাদ ইমাম সমিতি সিলেটের সাধারন সম্পাদক মাওলানা হোসাইন আহমদ। দারুল আজহার ফাউন্ডেশনের ভইস চেয়ারম্যান অধ্যক্ষ মনজুরে মাওলা, ওলামা ফোরামের আহবায়ক মওলানা ওলীউর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমেদ, সিলেট মহানগর সহ সভাপতি শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, কে এম আবদুল্লাহ আল মামুন, আনোওয়ারুল ইসলাম, ডা. ফয়যুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানি, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া, মাওলানা গোলাম রাব্বানী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain